Ajker Patrika

ফরিদপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, দুই পক্ষের সংঘর্ষ

ফরিদপুর প্রতিনিধি
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামের দুটি পক্ষ। শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে। ছবি: আজকের পত্রিকা
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামের দুটি পক্ষ। শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে আলমগীর মোল্লা (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের খবর পাওয়া গেছে। এ ঘটনার জেরে দেশীয় অস্ত্র ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামের দুটি পক্ষ। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ছাড়া দুটি বসতবাড়ি ভাঙচুর করা হয়।

আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের বর্তমান পরিষদের সদস্য আলমগীর মোল্লা ও সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সবশেষ গত ২৫ ডিসেম্বর তাদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়।

সেই ঘটনার জেরে আজ সকালে আলমগীর মোল্লা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার পর ঢাল-সড়কি, কাতরাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামের দুটি পক্ষ। এ সময় উভয় পক্ষের আরও চারজন আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ছাড়া সংঘর্ষের সময় আলমগীরের সমর্থক আলী মোর্শেদের দুটি বসতঘর ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন।

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামের দুটি পক্ষ। শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে। ছবি: আজকের পত্রিকা
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামের দুটি পক্ষ। শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে। ছবি: আজকের পত্রিকা

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ আছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত