Ajker Patrika

গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭: ৪০
গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

গাজীপুরের পুবাইলে ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে নগরীর মিরের বাজার লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাক্‌প্রতিবন্ধী শাহাবুদ্দিন ভোলা জেলার লালমোহন থানার চর উমেদ গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মিরের বাজার এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে শাহাবুদ্দিন কাজে উদ্দেশে বাসা থেকে বের হন। পরে মিরের বাজার লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর খবরটি শুনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত