Ajker Patrika

শিবচরে পদ্মা নদী থেকে ১৮ ড্রেজার জব্দ, আটক ১১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে পদ্মা নদী থেকে ১৮ ড্রেজার জব্দ, আটক ১১

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৮টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার পদ্মা নদীর বিভিন্ন অংশ থেকে এই ড্রেজার জব্দ করা হয়। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং চরজানাজাত নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলমও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

আটকেরা হলেন বরগুনার আমতলী এলাকার জসিম হাওলাদার (৩৭), পটুয়াখালীর গলাচিপা এলাকার শামিম (১৯), কলাপাড়া এলাকার শহিদুল গাজী (৫০), পাবনার রতন শেখ (৩৭), শেরপুরের নুরুল ইসলাম মণ্ডল (৪০), মো. মজিদ (৩৮), বরিশালের রিয়াজ, লক্ষ্মীপুরের নুরে আলম (২৩), যশোরের আল আমিন (২৭), শরিয়তপুরের আনোয়ার হোসেন (৪০), আরেকজনের পরিচয় জানা যায়নি। 

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচরের চরজানাজাত ইউনিয়নসহ পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও নৌ পুলিশ। এ সময় বালু উত্তোলন অবস্থায় ১৮টি ড্রেজার জব্দ করা হয়। আটক করেন ড্রেজারে থাকা ১১ জন ব্যক্তিকে। দীর্ঘদিন ধরে তারা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছিল। 

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৮টি ড্রেজার জব্দ করা হয়েছে। ড্রেজারে থাকা ১১ জনকে পুলিশ আটক করে। ড্রেজারগুলো নৌপুলিশের হেফাজতে রয়েছে।’ 

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং নৌ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে এই ড্রেজার জব্দ করে। আটকদের নামে বালুমহাল আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত