Ajker Patrika

রায়পুরায় আগুনে এক শিশুর মর্মান্তিক মৃত্যু 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৩, ২২: ৩১
রায়পুরায় আগুনে এক শিশুর মর্মান্তিক মৃত্যু 

নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে আসবাবসহ চারটি ঘর পুড়ে গেছে। এ সময় হামিম মিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত শিশু হামিম (২) ওই এলাকার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। আগুন লাগার সময় শিশুটি ঘরে একা ঘুমিয়ে ছিল বলে জানান তাঁর স্বজনরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রবাসী শফিকুল ইসলামের ঘরে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে তার তিন ভাইয়ের ঘরে। এই সময় ঘরে একা ঘুমিয়ে ছিল শিশু হামিম। ঘটনার সময় নিহত শিশুর মা তানিয়া বেগম বড় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে ছিলেন।

এদিকে আগুন লাগার খবর স্থানীয় একটি মসজিদের মাইকে প্রচার করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বেলা ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরে থাকা আসবাবের সঙ্গে আগুনে মৃত্যু হয় শিশুটির।

নিহত শিশুর মা তানিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘হামিমকে একা ঘরে ঘুম পাড়িয়ে বড় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে যাই। এর কিছুক্ষণ পরে খবর পাই ঘরে আগুন লেগেছে। এসে দেখি আগুনে পুড়ে আমার হামিম মারা গেছে।’

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পি কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে শিশুটির পুরো শরীর পুড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত