নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্য বিলোপ আইন পাস ও স্থায়ী আবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। বুধবার রাজধানীর প্রেসক্লাবে বৈষম্য বিলোপ আইন পাস, গোপীবাগে রেলওয়ে হরিজন কলোনি উচ্ছেদ বন্ধ ও স্থায়ী আবাসনসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাস। লিখিত বক্তব্যে তিনি ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে বৈষম্য বিলোপ আইন পাস, সব জেলা-উপজেলা এবং শহর ও ইউনিয়নে বাসস্থানের ব্যবস্থা করা, ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তবায়ন, লিখিত পরীক্ষা শিথিল ও আউটসোর্সিং বাতিল করা।
তিনি বলেন, ‘আমরা যখন মন্ত্রণালয় বা অন্য কোথাও, যাই তখন আমাদের ঢুকতে দেওয়া হয় না। আমরা যদি কোথাও দোকান খুলি, সেখানেও হরিজন বলে নানা সমস্যার সম্মুখীন হই। হরিজনদের জন্য যে কোটা সরকার নির্ধারণ করে দিয়েছে, তা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এসব নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্য হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার নামে হরিজনদের বঞ্চিত করা হচ্ছে। দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে একজন পরিচ্ছন্নতাকর্মীকে মাত্র ১ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকা বেতন দেওয়া হয়। এটা দিয়ে কি চলা যায়?’
গোপীবাগ থেকে আসা এক হরিজন নারী বলেন, ‘আমাদের দুঃখের কথা শোনার কেউ নাই, আমাদের কোথাও ঠাঁই নাই।’
হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল বলেন, ‘হরিজনদের উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করতে হবে। দক্ষিণ সিটি করপোরেশনে অনেক হরিজনের চাকরি চলে যাচ্ছে। আমরা মেয়রের সঙ্গে সাক্ষাৎ চেয়েও পাইনি।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি লেবু বাশকর, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বিমল ডোম ও হরিজন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক আকাশ বাশকরসহ অন্যরা।
বৈষম্য বিলোপ আইন পাস ও স্থায়ী আবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। বুধবার রাজধানীর প্রেসক্লাবে বৈষম্য বিলোপ আইন পাস, গোপীবাগে রেলওয়ে হরিজন কলোনি উচ্ছেদ বন্ধ ও স্থায়ী আবাসনসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাস। লিখিত বক্তব্যে তিনি ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে বৈষম্য বিলোপ আইন পাস, সব জেলা-উপজেলা এবং শহর ও ইউনিয়নে বাসস্থানের ব্যবস্থা করা, ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তবায়ন, লিখিত পরীক্ষা শিথিল ও আউটসোর্সিং বাতিল করা।
তিনি বলেন, ‘আমরা যখন মন্ত্রণালয় বা অন্য কোথাও, যাই তখন আমাদের ঢুকতে দেওয়া হয় না। আমরা যদি কোথাও দোকান খুলি, সেখানেও হরিজন বলে নানা সমস্যার সম্মুখীন হই। হরিজনদের জন্য যে কোটা সরকার নির্ধারণ করে দিয়েছে, তা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এসব নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্য হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার নামে হরিজনদের বঞ্চিত করা হচ্ছে। দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে একজন পরিচ্ছন্নতাকর্মীকে মাত্র ১ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকা বেতন দেওয়া হয়। এটা দিয়ে কি চলা যায়?’
গোপীবাগ থেকে আসা এক হরিজন নারী বলেন, ‘আমাদের দুঃখের কথা শোনার কেউ নাই, আমাদের কোথাও ঠাঁই নাই।’
হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল বলেন, ‘হরিজনদের উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করতে হবে। দক্ষিণ সিটি করপোরেশনে অনেক হরিজনের চাকরি চলে যাচ্ছে। আমরা মেয়রের সঙ্গে সাক্ষাৎ চেয়েও পাইনি।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি লেবু বাশকর, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বিমল ডোম ও হরিজন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক আকাশ বাশকরসহ অন্যরা।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩২ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে