Ajker Patrika

নালিতাবাড়ীতে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
জব্দ করা ১৯ বস্তা টিসিবির চাল। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা ১৯ বস্তা টিসিবির চাল। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালী বাজারে বন্ধ দোকানঘরের সামনে ফাঁকা স্থান থেকে ১৯ বস্তা টিসিবির চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মরাখালী বাজারে নালিতাবাড়ী ইউনিয়নের আওতাধীন টিসিবির পণ্য বিক্রি চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এই কার্যক্রম পরিদর্শন করার সময় টিসিবির পণ্য বিক্রির স্থানের বিপরীতে এক বন্ধ দোকানের সামনের ফাঁকা জায়গায় ১৯ বস্তা চাল দেখতে পান।

এ সময় স্থানীয়রা জানায়, টিসিবির কার্ডধারীরা প্যাকেজ ক্রয়ের পর এসব চাল বিক্রি করে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ক্রেতারা। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে কেউ ক্রেতা-বিক্রেতাদের নাম জানায়নি। পরে ইউএনও ফারজানা আক্তার ববি ১৯ বস্তা চাল জব্দ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউএনও অফিসের স্টাফ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত