Ajker Patrika

যমুনা সার কারখানা বন্ধ করে ঘোড়াশাল-পলাশ সার কারখানায় গ্যাস সরবরাহ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭: ১৭
যমুনা সার কারখানা বন্ধ করে ঘোড়াশাল-পলাশ সার কারখানায় গ্যাস সরবরাহ

গ্যাস-সংকটের কারণে যমুনা সার কারখানা বন্ধ করে দক্ষিণ এশিয়ার বৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় ওই কারখানায় গ্যাস সরবরাহ চালু করা হয়।

এই তথ্য নিশ্চিত করে প্রকল্প পরিচালক মো. রাজিউর রহমান মল্লিক বলেন, ২৮ জানুয়ারি কারখানাটি সার উৎপাদনে আসবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে নির্মাতা কোম্পানির চীনা ও জাপানি কলাকুশলীরা কারখানাটির অপারেটিং সিস্টেম বুঝিয়ে দেওয়ার পর দেশে ফিরে যাবেন। এ কারণে যমুনা সারকারখানা বন্ধ করে এখানে গ্যাস দিয়ে কারখানাটি চালু করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর প্রধানমন্ত্রী কারখানাটি উদ্বোধনের পর গ্যাস-সংকট ও কারিগরি জটিলতায় বন্ধ থাকে। এরপর গতকাল সোমবার পুনরায় এটিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। কারখানাটিতে দৈনিক ৭২ মিলিয়ন কিউবিসি গ্যাসের চাহিদা রয়েছে। এখান থেকে দৈনিক উৎপাদন হবে ২৮০০ টন ইউরিয়া সার। বছরে ১০ লাখ টন সার উৎপাদন হবে পরিবেশবান্ধব এই কারখানা থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত