Ajker Patrika

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শ্যামপুর ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১০ মে ২০২৫, ১৬: ৪৫
মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন। ছবি: আজকের পত্রিকা।
মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন। ছবি: আজকের পত্রিকা।

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টায় শনির আখড়ায় দনিয়া কলেজের সামনে সড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলেই কেবল সড়ক ছাড়বেন বলে দাবি করেছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, সড়ক বন্ধ করে আন্দোলনকারীরা পৃথক পৃথক স্থানে দলবদ্ধ হয়ে স্লোগান দিচ্ছেন। তাদের সবার স্লোগানের মূল বিষয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা।

মহাসড়কে অবস্থান নেওয়াদের মধ্যে ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকাসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি–সংবলিত পোস্টার দেখা যায়।

এ সময় আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘এই মুহূর্তে ব্যান্ড (নিষিদ্ধ) চাই, আওয়ামী লীগ ব্যান্ড চাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এ রকম বিভিন্ন স্লোগান দেন।

এই অবরোধের কারণে সকাল থেকে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত