Ajker Patrika

বাজিতপুরে নতুন ভোটার ১০ হাজার ২৮৪ জন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাজিতপুরে নতুন ভোটার তালিকা হালনাগাদ। ছবি: আজকের পত্রিকা
বাজিতপুরে নতুন ভোটার তালিকা হালনাগাদ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮৭৬ জন আর মহিলা ৫ হাজার ৪০৮ জন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৭৮ হাজার ১৭৮ জন। ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদ সংযোজন ও বিয়োজনে মোট ভোটার দাঁড়ায় ২ লাখ ১০ হাজার ৯৮২ জনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় ভোটার ছিল ২ লাখ ১৮ হাজার ৬৩ জন। বর্তমানে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৭৫১ জন।

বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, গত মাসে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তালিকা হালনাগাদ করা হয়। এ সময় মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।

আহম্মদ আলী আরও বলেন, এরপরও যে কারও নির্বাচন অফিসে গিয়ে তথ্য-প্রমাণ দিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত