Ajker Patrika

ফরিদপুরে শামা ওবায়েদসহ ৩৬ জনের নামে হত্যা মামলা

ফরিদপুর ও নগরকান্দা প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬: ৩১
ফরিদপুরে শামা ওবায়েদসহ ৩৬ জনের নামে হত্যা মামলা

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কবির ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তির নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ রিংকুকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। 

আজ শনিবার সকালে নগরকান্দায় থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী মোনজিলা বেগম (৪৪)। ওই মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার বিষয়টি বেলা ৩টার দিকে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান। 

এর আগে বুধবার (২১ আগস্ট) কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নিজ এলাকায় আগমন ও পথসভাকে কেন্দ্র করে নগরকান্দা উপজেলা সদরে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষ। যার অপর পক্ষে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুপন্থী পক্ষ। 

এ সংঘর্ষে মারা যান উপজেলার ছাগলদী গ্রামের কৃষক কবির ভূঁইয়া এবং আহত হন অনেকে। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটি ওই দুই নেতার সব পদ স্থগিত করেন। 

এ ঘটনার পর শহিদুল ইসলাম বাবুল নিহত ব্যক্তিকে নিজ দলের সমর্থক হিসেবে দাবি করেন এবং শামা ওবায়েদপন্থীরা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেন। এ ঘটনার তিন দিন পর থানায় মামলা করা হয়। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন (২১ আগস্ট) কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুলের নগরকান্দা থানা বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদলসহ জনগণের পক্ষে শুভেচ্ছা জানানোর জন্য পথসভার আয়োজন করা হয়। এই সংবাদ পেয়ে বিএনপি নেত্রী শামা ওবায়েদ রাজনৈতিক প্রতিহিংসায় ওই পথসভাকে পণ্ড করার জন্য তাঁর পক্ষের লোকদের নির্দেশ দেন। 

মামলার বাদী আরও উল্লেখ করেন, কবির ভূঁইয়া সদাই করার উদ্দেশ্যে যাওয়ার সময় মিনারগ্রাম ভ্যানস্ট্যান্ডে পৌঁছানো মাত্রই বাবুল তালুকদার (আসামি) বলে, ‘শামা আপা হুকুম দিয়েছে, ওকে মারধর কর, শহিদুল ইসলাম বাবুলের লোকদের যাকে পাবি তাকে খুন করবি। যা কিছু হোক, যেভাবেই হোক, লোক মারতে হলে মরবে, তবুও শহিদুলের পথসভা করতে দেওয়া যাবে না; তাতে খুন-জখমের মামলা মোকদ্দমা যা-ই হোক, আমি দেখব। টাকাপয়সা যত লাগে আমি দেব। 
‘এরপর আসামি মাসুদুর রহমান তৈয়ব হাতে থাকা ভ্যালা (ধারালো অস্ত্র) দিয়ে খুন করার উদ্দেশ্যে আমার স্বামীর কোমরের ডান পাশে কোপ দেয়। এরপর অন্যরা এলোপাতাড়িভাবে বাইরেইয়া (পিটিয়ে) মৃত্যু নিশ্চিত করে।’ 

 এ বিষয়ে নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, ‘আজ সকালে মামলাটি রুজু হয়েছে। এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার নেই। তবে, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত