Ajker Patrika

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়ল শিক্ষার্থীরা, ছাত্রলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৮: ০১
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়ল শিক্ষার্থীরা, ছাত্রলীগের হামলার অভিযোগ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ-পাস ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমন দাবি জানিয়ে সায়েন্স ল্যাব মোড়ের রাস্তা ছেড়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় আবারও রাস্তা অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, টানা নয় দিনের মতো গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবিতে আন্দোলন চলছে। আজ মঙ্গলবার সকালে বকশীবাজার মোড়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেখান থেকে বেলা ১১টায় নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করে তারা।

বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবরোধ শেষ করে চলে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

ছাত্রলীগের হামলানিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ‘ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা উভয় পক্ষকেই শান্ত করে তাদের নিজ নিজ কলেজে পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত আছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই কলেজের মধ্যে এখনো সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়া চলছে।’ 

এদিকে বেলা সাড়ে ১১টায় জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বর্ধিত বাসভাড়া প্রত্যাহার এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাস নিশ্চিতের দাবিতে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল আটটি ছাত্র সংগঠন। 

মধুর ক্যানটিন থেকে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে এসে সমাবেশ করে তারা। 

সমাবেশে বক্তারা বলেন, সরকার শিক্ষার্থী ও পরিবহনশ্রমিকদের মুখোমুখি করেছে। আগামী সোমবার (২৯ নভেম্বর) অবরোধের ঘোষণা দিয়েছে প্রগতিশীল আট ছাত্র সংগঠন। 

নিউমার্কেট মোড়ে দায়িত্বরত এসআই আবদুস সালাম বলেন, ‘হাফ-পাসের দাবি যৌক্তিক। আমরা কারও আন্দোলনে কোনো ধরনের বাধা দিচ্ছি না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করে নিতে পারলে অবশ্যই ভালো।’

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত