নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী গারো পাহাড়ে বন্য হাতির একটি মৃত শাবকের খোঁজ মিলেছে। দুই দিন আগে শাবকটির জন্মের পরপরই মৃত্যু হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। আজ সোমবার উপজেলার দাওধারা বনে ময়নাতদন্ত শেষে শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।
বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার দাওধারা গারো পাহাড়ি এলাকায় বন্য হাতির চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তবে ঠিক কী কারণে হাতির দল এমন আচরণ করছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরদিন (শনিবার) কেউ বনের দিকে না গেলেও রোববার বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয়রা একসঙ্গে পাহাড়ে অনুসন্ধানে যান। বিকেলে তাঁরা সদ্য ভূমিষ্ঠ একটি হাতি শাবকের মৃতদেহ খুঁজে পান। তবে আশপাশে বন্য হাতির একটি দলের উপস্থিতি থাকায় শাবকটি উদ্ধার এবং পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।
আজ (সোমবার) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, ওয়াইল্ড লাইফ রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন, মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ বন বিভাগের কর্মকর্তারা এসে মৃত শাবকটি পরীক্ষা নিরীক্ষা করেন। পরে বন বিভাগের একটি দল শাবকটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়।
বিষয়টি নিশ্চিত করে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত শাবকটির বয়স খুব বেশি নয়, হয়তো এক-দুই দিনের মধ্যেই ভূমিষ্ঠ হয়েছিল। তখনো তার শরীরের কিছু অংশ নরম ছিল।’ তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতির মৃতদেহ পরীক্ষার পর নিয়ম অনুযায়ী মাটিচাপা দেওয়া হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী গারো পাহাড়ে বন্য হাতির একটি মৃত শাবকের খোঁজ মিলেছে। দুই দিন আগে শাবকটির জন্মের পরপরই মৃত্যু হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। আজ সোমবার উপজেলার দাওধারা বনে ময়নাতদন্ত শেষে শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।
বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার দাওধারা গারো পাহাড়ি এলাকায় বন্য হাতির চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তবে ঠিক কী কারণে হাতির দল এমন আচরণ করছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরদিন (শনিবার) কেউ বনের দিকে না গেলেও রোববার বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয়রা একসঙ্গে পাহাড়ে অনুসন্ধানে যান। বিকেলে তাঁরা সদ্য ভূমিষ্ঠ একটি হাতি শাবকের মৃতদেহ খুঁজে পান। তবে আশপাশে বন্য হাতির একটি দলের উপস্থিতি থাকায় শাবকটি উদ্ধার এবং পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।
আজ (সোমবার) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, ওয়াইল্ড লাইফ রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন, মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ বন বিভাগের কর্মকর্তারা এসে মৃত শাবকটি পরীক্ষা নিরীক্ষা করেন। পরে বন বিভাগের একটি দল শাবকটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়।
বিষয়টি নিশ্চিত করে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত শাবকটির বয়স খুব বেশি নয়, হয়তো এক-দুই দিনের মধ্যেই ভূমিষ্ঠ হয়েছিল। তখনো তার শরীরের কিছু অংশ নরম ছিল।’ তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতির মৃতদেহ পরীক্ষার পর নিয়ম অনুযায়ী মাটিচাপা দেওয়া হয়েছে।
চট্টগ্রামে মোহরায় ছিনতাইকারী সন্দেহে ইকবাল হোসেন রুবেল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় ছাফা মোতালেব সিটি করপোরেশন কলেজের ভেতর এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁও থানার
৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর সময় আটক ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে মামলাটি হয়।
২০ মিনিট আগেকুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট খুন হওয়ার খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করেছে কিছু লোক। আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে লোকজনের মধ্যে তাঁরা এ মিষ্টি বিতরণ করেন।
৩৫ মিনিট আগেউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
৩৯ মিনিট আগে