নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ভুক্তভোগীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের হাতে আটক হওয়া দুজন মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন থানার ওসি মওদুত হাওলাদার।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পল্টনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন ই-অরেঞ্জের ভুক্তভোগীরা। প্রতারণার মাধ্যমে ই-অরেঞ্জ তাঁদের যে টাকা হাতিয়ে নিয়েছে, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মূল হোতা ভারতে আটক সাবেক ওসি সোহেল রানাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলেও স্লোগান দেন তারা। সারা দেশ থেকে আসা ই-অরেঞ্জ ভুক্তভোগীরা এই বিক্ষোভে অংশ নেন। বেলা বারোটা নাগাদ বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১৫ জন ভুক্তভোগী আহত হন বলে জানিয়েছেন ই-অরেঞ্জ আন্দোলন কমিটির আহ্বায়ক আফজাল হোসেন। এর মধ্যে অন্তত পাঁচজন নারী ছিলেন বলেও দাবি করেন তিনি।
আফজাল হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছিলাম। পুলিশ তখনই হামলা চালায়। আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার বদলে এই হামলার নিন্দা জানাই আমরা।'
লাঠিপেটা ও আটক প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার এমনিতেই রাস্তায় যানজট ছিল। মিছিলের কারণে সেটা আরও বেড়ে যায়। এ জন্য প্রথমে আমরা বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলি। তাঁরা না সরলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়।
ওসি আরও জানান, মিছিল থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে ধরে আনা হয়। বিকেলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ভুক্তভোগীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের হাতে আটক হওয়া দুজন মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন থানার ওসি মওদুত হাওলাদার।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পল্টনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন ই-অরেঞ্জের ভুক্তভোগীরা। প্রতারণার মাধ্যমে ই-অরেঞ্জ তাঁদের যে টাকা হাতিয়ে নিয়েছে, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মূল হোতা ভারতে আটক সাবেক ওসি সোহেল রানাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলেও স্লোগান দেন তারা। সারা দেশ থেকে আসা ই-অরেঞ্জ ভুক্তভোগীরা এই বিক্ষোভে অংশ নেন। বেলা বারোটা নাগাদ বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১৫ জন ভুক্তভোগী আহত হন বলে জানিয়েছেন ই-অরেঞ্জ আন্দোলন কমিটির আহ্বায়ক আফজাল হোসেন। এর মধ্যে অন্তত পাঁচজন নারী ছিলেন বলেও দাবি করেন তিনি।
আফজাল হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছিলাম। পুলিশ তখনই হামলা চালায়। আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার বদলে এই হামলার নিন্দা জানাই আমরা।'
লাঠিপেটা ও আটক প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার এমনিতেই রাস্তায় যানজট ছিল। মিছিলের কারণে সেটা আরও বেড়ে যায়। এ জন্য প্রথমে আমরা বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলি। তাঁরা না সরলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়।
ওসি আরও জানান, মিছিল থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে ধরে আনা হয়। বিকেলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
৫ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৮ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
২১ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২৬ মিনিট আগে