Ajker Patrika

রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৮ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৩, ১৪: ২৮
রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৮ 

রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তায় গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিট ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মুদি দোকানদার আব্দুর রহিম (৫০), তাঁর মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২), ডিমের দোকানদার মো. রাশেদ (৩০), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান (২৩), শাড়ির দোকানদার আলী হোসেন (৩০), পথচারী সাহেরা বেগম (৬৫) ও মো. সোহেল (৪৮)।

দগ্ধ আব্দুর রহিমের ছেলে আল আমিন জানান, তাঁরা ধূপখোলা মাছের বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। দোকানে বসা ছিলেন আব্দুর রহিম। আর পাশেই ছিলেন তাঁর মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাসের লাইন মেরামতের কাজ চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় শরীরে।

আল আমিন আরও জানান, কয়েক দিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তাঁরা কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেননি। ঝুঁকি নিয়ে কাজ করছিলেন। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গেন্ডারিয়ার ঘটনায় দগ্ধ হয়ে তিনজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। পরে আরও পাঁচজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসেন। তাঁদের মধ্যে রহিম নামের এক ব্যক্তি বেশি দগ্ধ হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত