Ajker Patrika

ঘিওরে কৃষক স্বপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৫: ৩৪
গ্রেপ্তার মো. বিল্লাল মিয়া। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মো. বিল্লাল মিয়া। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ র‍্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয় জানিয়েছেন।

গত মঙ্গলবার বিকেলে হামলার শিকার হন স্বপন। রাত ১০টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ৪৮ ঘণ্টা পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার বিল্লাল হোসেন ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বরাত দিয়ে র‍্যাব জানায়, স্বপনের সঙ্গে স্থানীয় বিল্লালের বসতবাড়ির জমি নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জেরে গত মঙ্গলবার বাড়ির পাশে ডোবা ভরাট করতে বাধা দিয়ে স্বপনের এক চাচা ও এক ভাবিকে মারধর করেন বিল্লাল ও তাঁর লোকজন। এ সময় স্বপন ঘটনাস্থলে গেলে তাঁর ওপর হামলা করে বিল্লাল ও তাঁর লোকজন পালিয়ে যান।

হামলায় স্বপনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনার দিন রাত ১০টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হত্যার ঘটনায় নিহতের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি যৌথ দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত