Ajker Patrika

পদ্মায় ভাসছিল অজ্ঞাতনামা ব্যক্তির মাথাবিহীন লাশ

রাজবাড়ী প্রতিনিধি
পদ্মা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন ভিড় করে। আজ রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাচরন্দ এলাকায়। ছবি: আজকের পত্রিকা
পদ্মা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন ভিড় করে। আজ রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাচরন্দ এলাকায়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাচরন্দ এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয় লোকজন।

দৌলতদিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) অপূর্ব বলেন, এক ব্যক্তির মাথাবিহীন লাশ নদীতে ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অপূর্ব বলেন, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তিকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত