Ajker Patrika

উত্তরার মার্কেটে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০: ০৩
উত্তরার মার্কেটে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

রাজধানীর উত্তরায় মার্কেটে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজন টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত বলে জানা গেছে।

এর আগে উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার-সংলগ্ন বহুতল মার্কেটে মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।

আহত এক কর্মী মো. শামিম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে হঠাৎ করে আমার বাঁ হাতে যেন কী হয়েছে। আমার হাত অবশ হয়ে যাচ্ছে। আর হাত নাড়াতে পারছি না।’

এ বিষয়ে সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কেটের নিচে কাজ করার সময় ওই ফায়ার ফাইটারের বাঁ হাতে ওপর থেকে একটি কাচের টুকরো ভেঙে পড়ে, এতে করে তাঁর বাঁ হাতে অনেকটা জখম হয়েছে।’

তিনি বলেন, ‘আহত কর্মীদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত