Ajker Patrika

শিবালয়ে রোলার চাপায় সার্ভেয়ার নিহত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ে রোলার চাপায় সার্ভেয়ার নিহত

শিবালয়ের পাটুরিয়া ফেরি সংযোগ সড়ক মেরামত কাজে ব্যবহৃত রোলার চাপায় আশরাফুল আলম (২৮) নামে এক সহকারী সার্ভেয়ার নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরি সংযোগ সড়কের আরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল পাবনা সদর উপজেলার টিকরী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি সড়ক উন্নয়নকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সহকারী সার্ভেয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। 
 
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাটুরিয়া ফেরি সংযোগ সড়কের আরপাড়া এলাকায় এনডিই প্রতিষ্ঠানের কার্পেটিং কাজ তদারকি করার সময় উক্ত প্রতিষ্ঠানের সার্ভেয়ার রোলারের নিচে পড়ে যায়। রোলারের চাপায় তাঁর শরীরের উপড়ের অংশ থেঁতলে ঘটনাস্থালেই মৃত্যু হয়। 

এ বিষয়ে শিবালয় হাইওয়ে থানা-পুলিশ জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্বর্ধন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত