Ajker Patrika

নারায়ণগঞ্জে সাড়ে তিন হাজার লিটার ডিজেলসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২১, ২২: ০৪
নারায়ণগঞ্জে সাড়ে তিন হাজার লিটার ডিজেলসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় অভিযান চালিয়ে মো. জাতির হোসেন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১১। এ সময় প্রায় সাড়ে তিন হাজার লিটার চোরাই ডিজেলসহ একটি মিনি কাভার্ডভ্যান এবং একটি পিকআপ জব্দ করা হয়। আজ সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ও সকাল সাড়ে ৫টায় ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ এর দুটি অভিযানকারী দল। এ সময় ৩ হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেল, একটি মিনি কাভার্ডভ্যান ও একটি ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়। তবে এর আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ রেখে অজ্ঞাত একজন পালিয়ে যান বলে জানান র‌্যাব।

 ডিপো তেল পরিবহনের সময় চুরি যাওয়া প্রায় সাড়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকাবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। ওই ডিপো থেকে প্রতিদিন শত শত তেলের লরি তেলভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। এ সময় কিছু অসাধু ড্রাইভার ও হেলপার লরি থেকে তেল চুরি করে নাম মাত্র মূল্যে চোরাই সিন্ডিকেটের কাছে তেল বিক্রি করে।

এদিকে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত