Ajker Patrika

স্পিকার বা ডেপুটি স্পিকারের দায়িত্ব বিরোধী দল সৃষ্টি করা নয়: শামসুল হক টুকু

সাভার (ঢাকা) প্রতিনিধি
স্পিকার বা ডেপুটি স্পিকারের দায়িত্ব বিরোধী দল সৃষ্টি করা নয়: শামসুল হক টুকু

জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘স্পিকার বা ডেপুটি স্পিকারের দায়িত্ব বিরোধী দল সৃষ্টি করা নয়। নির্বাচিত সকল সংসদ সদস্যদের নিয়ে সংসদ পরিচালনা করা। সে ক্ষেত্রেও মহান সংবিধান আছে, কার্যপ্রণালীবিধি আছে। সে অনুযায়ী দায়িত্ব পালন করবার জন্য আমি শপথ গ্রহণ করেছি। আমি দৃঢ় প্রতিজ্ঞ, সবাইকে নিয়েই সংসদ পরিচালনা করব।’

আজ মঙ্গলবার সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ডেপুটি স্পিকার বলেন, ‘সংসদ তো প্রাণবন্তই আছে। যারা সংসদে আছে, যারা সংসদ পরিচালনা করে, সংসদে বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি আছে। তারা তো ইচ্ছামতো বিভিন্ন সময় আলোচনা করে, এখনো প্রাণবন্তই আছে।’

স্মৃতিসৌধে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পরে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আনোয়ার হোসেন ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওই দিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত