Ajker Patrika

রাজধানীতে গণপরিবহনের সংকট, বাড়তি ভাড়া আদায়

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১১: ৪৭
রাজধানীতে গণপরিবহনের সংকট, বাড়তি ভাড়া আদায়

ঈদের ছুটিতে ফাকা রাজধানী। রাজধানীর মানুষ যেমন কমেছে, তেমনি কমেছে গণপরিবহন। দেখা দিয়েছে সংকট। আজ শুক্রবার সকালে মোড়ে মোড়ে অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁরা জানিয়েছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যেতে গণপরিবহন পাওয়া যাচ্ছে না।

এদিকে দেরিতে পাওয়া এসব পরিবহনে বোনাসের নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসচালকের সহকারীর বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটছে।

সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা লিংক রোডে বাসের জন্য অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রফিকুল ইসলাম নামের এক যুবক মতিঝিলে যাবেন। জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় ২০ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি পাচ্ছি না।’

একই স্থানে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলী নামের আরেক যাত্রী জানান, তিনি যাত্রাবাড়ী যাবেন। ১৫-২০ মিনিট ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে রাজধানী পরিবহনের চালক মো. জয়নাল বলেন, ‘ঈদে ঢাকায় মানুষ কমে যায়। আর ঢাকায় চলা বেশির ভাগ বাস চলে যায় দূরবর্তী ট্রিপে। যে কারণে ঢাকায় গাড়ির সংকট দেখা দেয়। তবে ঢাকায় বাস একেবারে নেই তা ঠিক না। কিছুক্ষণ অপেক্ষা করলেই যাত্রীরা বাস পেয়ে যাচ্ছে। অন্য সময় ভিড় ঠেলে চলার চেয়ে এখন একটু অপেক্ষা করে তুলনামূলক কম যাত্রী নিয়ে চলা বাসে তারা চলাচল করতে পারছে। এটা তো এক দিক থেকে ভালোই হলো।’

যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে চালকের সহকারীর বচসাএদিকে ঢাকার প্রতিটি বাসেই বাসচালকের সহকারীরা যাত্রীদের কাছে বোনাস দাবি করছেন। ১০ টাকা ভাড়ার স্থলে আরও ১০ টাকা দাবি করছেন। ৩০ টাকা ভাড়ার স্থলে আদায় করা হচ্ছে ৫০ টাকা। কোথাও কোথাও আরও বেশি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রায় প্রত্যেকের সঙ্গে চালকের সহকারীর বচসা হচ্ছে।

গাবতলী থেকে মিরপুর ও নতুন বাজার হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারগামী অছিম পরিবহনে সব যাত্রীর কাছেই বোনাস হিসেবে বাড়তি ভাড়া দাবি করা হয়। এ সময় চালকের সহকারীর সঙ্গে ঝগড়ায় পেরে না উঠে অনেকেই বাড়তি ভাড়া দিয়ে দেন। তবে কেউ কেউ বাড়তি টাকা না দেওয়ার ব্যাপারে অনড় থাকেন।

এ সময় এক যাত্রী বলেন, ‘বাসচালক ও সহকারীকে বোনাস দেবেন বাসের মালিক। আমরা যাত্রীরা কেন তাদের বোনাস দেব? এমনিতেই প্রতিদিন আমাদের গলাকাটা ভাড়া দিয়ে বাসে চলতে হয়। তার ওপর প্রতি ঈদে আমাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হয়। এসব বন্ধ হওয়া উচিত।’

এ বিষয়ে জানতে চাইলে অছিম পরিবহনের চালকের সহকারী নুরুল ইসলাম সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তিনি বলেন, প্রতি ঈদেই যাত্রীদের কাছ থেকে বোনাস হিসেবে তাঁরা বাড়তি ভাড়া আদায় করে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত