Ajker Patrika

পদ্মায় ফেরিডুবি: ৬ দিন পর ভেসে উঠল নিখোঁজ মাস্টারের লাশ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১১: ৫৮
পদ্মায় ফেরিডুবি: ৬ দিন পর ভেসে উঠল নিখোঁজ মাস্টারের লাশ

পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মায় ফেরিডুবির ছয় দিন পর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে ফেরিটির দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের লাশ। 
 
আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। 

ফায়ার সার্ভিসের পাটুরিয়া কাম আরিচা স্থলবন্দর কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর থানার বাহাদুরপুর পদ্মা নদীর তীরে আজ বেলা ৪টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। উদ্ধার করা লাশটি নিখোঁজ হুমায়ুনের। তাঁর ছোট ভাই রফিকুল তা শনাক্ত করেন।

হুমায়ুন কবিরফেরি সেক্টর বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আরিচা শাখার সাধারণ সম্পাদক সুমন খান বলেন, পাটুরিয়া ফেরিঘাটে মাস্টারের জানাজা শেষে লাশ তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যায়। ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবির। ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এ দুই উদ্ধারকারী জাহাজ তিন দিনে মাত্র তিনটি ট্রাক উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত