Ajker Patrika

পরাজয়ের গ্লানি ভুলতেই তৈমূরকে অব্যাহতি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরাজয়ের গ্লানি ভুলতেই তৈমূরকে অব্যাহতি: তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তৈমূর আলম খন্দকারের পরাজয় জেনেই তাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে বিএনপি অনুধাবন করতে পেরেছে তৈমূর আলম খন্দকারের বিজয়ের কোনো সম্ভাবনা নাই। এটা অনুধাবন করতে পেরে আগেই তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে বিএনপি। এ কারণেই তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকে স্বচ্ছ করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি। বিএনপি যে কথাগুলো বলে সেটা রাষ্ট্রপতির কাছে গিয়েও বলতে পারে। কিন্তু সেটি না করে বাইরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো আসলে গণতান্ত্রিক রীতিনীতিতে তারা যে বিশ্বাস যে করে না, তাদের বক্তব্য সেটাই প্রমাণ করে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত