নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারা দেশের মতো নারায়ণগঞ্জেও নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নৌযান মালিক শ্রমিকদের সঙ্গে শ্রম ও কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার।
এ দিকে ধর্মঘট প্রত্যাহারের পরই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নৌযান শ্রমিকেরা। বিশেষ করে লঞ্চ, কার্গো, বাল্কহেড ও জাহাজের শ্রমিকেরা জাহাজে ফিরে নির্ধারিত গন্তব্যে যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছেন।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা সবুজ সিকদার বলেন, ‘আমাদের দাবিগুলোর মধ্যে বেতন–ভাতা বৃদ্ধি করাটা ছিল সবচেয়ে প্রাধান্যের বিষয়। মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে, এই মাসেই সকল নৌ–যান শ্রমিককে অতিরিক্ত এক হাজার টাকা করে প্রদান করা হবে। একই সঙ্গে শ্রমিকদের বেতন–ভাতা বৃদ্ধির বিষয়টি আগামী মাস থেকে কার্যকর করা হবে। এই আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। রাতে থেকেই সকল নৌযান চলাচল শুরু হবে।’
এ দিকে মালবাহী জাহাজের মতো যাত্রীবাহী লঞ্চ চালুরও তোড়জোড় শুরু হয়েছে। সাধারণত সন্ধ্যার পর সারকিন ডেক ক্যাটাগরির লঞ্চ চলাচল কমে আসে। তবে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ-চাঁদপুরের লঞ্চ চলাচল করে। এরপর নারায়ণগঞ্জ-রামচন্দ্রপুর ও নারায়ণগঞ্জ-নড়িয়াগামী লঞ্চ রাত ১২টার পরেও চলাচল করে থাকে। তবে সেসব লঞ্চ হাই ডেক ক্যাটাগরির অন্তর্ভুক্ত বলে জানিয়েছে লঞ্চঘাট সংশ্লিষ্টরা।
লঞ্চ চালুর বিষয়ে রাসেল এক্সপ্রেস ২ এর চালক হান্নান মিয়া (৫৭) বলেন, ‘আমি খবর পেয়েছি কর্মবিরতি প্রত্যাহার করেছে। তাই দ্রুত লঞ্চঘাটে ফিরছি। যদি যাত্রী বেশি পাওয়া যায়, তাহলে একটা ট্রিপ দিয়ে ফেলব আজকেই। আর যাত্রী না পেলে লঞ্চ ধুয়ে মুছে প্রস্তুত করে রাখব আগামীকালের জন্য। আর সত্যিই যদি বেতন বাড়ায় তাইলে অনেক উপকার হবে। বাজারের যেই অবস্থা, বর্তমান বেতনে আমাদের চলে না। বেতন বাড়ানোটা অনেক দরকার।’
এই বিষয়ে লঞ্চ মালিক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বলেন, ‘সারা দিন যাত্রীরা এসে ফিরে গেছে। সেই ইফেক্টটা কয়দিন থাকে, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি। লঞ্চ আমরা বসিয়ে রাখতে চাই না। সম্ভব হলে সোমবার রাতেই লঞ্চ চালু করতে চাই। কিন্তু ঘাট তো একেবারেই ফাঁকা। যদি যাত্রী পাওয়া যায় তাহলে আমরা লঞ্চ ছাড়তে প্রস্তুত আছি। যাত্রী পেলে রাতেই চলবে লঞ্চ।’
সারা দেশের মতো নারায়ণগঞ্জেও নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নৌযান মালিক শ্রমিকদের সঙ্গে শ্রম ও কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার।
এ দিকে ধর্মঘট প্রত্যাহারের পরই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নৌযান শ্রমিকেরা। বিশেষ করে লঞ্চ, কার্গো, বাল্কহেড ও জাহাজের শ্রমিকেরা জাহাজে ফিরে নির্ধারিত গন্তব্যে যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছেন।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা সবুজ সিকদার বলেন, ‘আমাদের দাবিগুলোর মধ্যে বেতন–ভাতা বৃদ্ধি করাটা ছিল সবচেয়ে প্রাধান্যের বিষয়। মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে, এই মাসেই সকল নৌ–যান শ্রমিককে অতিরিক্ত এক হাজার টাকা করে প্রদান করা হবে। একই সঙ্গে শ্রমিকদের বেতন–ভাতা বৃদ্ধির বিষয়টি আগামী মাস থেকে কার্যকর করা হবে। এই আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। রাতে থেকেই সকল নৌযান চলাচল শুরু হবে।’
এ দিকে মালবাহী জাহাজের মতো যাত্রীবাহী লঞ্চ চালুরও তোড়জোড় শুরু হয়েছে। সাধারণত সন্ধ্যার পর সারকিন ডেক ক্যাটাগরির লঞ্চ চলাচল কমে আসে। তবে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ-চাঁদপুরের লঞ্চ চলাচল করে। এরপর নারায়ণগঞ্জ-রামচন্দ্রপুর ও নারায়ণগঞ্জ-নড়িয়াগামী লঞ্চ রাত ১২টার পরেও চলাচল করে থাকে। তবে সেসব লঞ্চ হাই ডেক ক্যাটাগরির অন্তর্ভুক্ত বলে জানিয়েছে লঞ্চঘাট সংশ্লিষ্টরা।
লঞ্চ চালুর বিষয়ে রাসেল এক্সপ্রেস ২ এর চালক হান্নান মিয়া (৫৭) বলেন, ‘আমি খবর পেয়েছি কর্মবিরতি প্রত্যাহার করেছে। তাই দ্রুত লঞ্চঘাটে ফিরছি। যদি যাত্রী বেশি পাওয়া যায়, তাহলে একটা ট্রিপ দিয়ে ফেলব আজকেই। আর যাত্রী না পেলে লঞ্চ ধুয়ে মুছে প্রস্তুত করে রাখব আগামীকালের জন্য। আর সত্যিই যদি বেতন বাড়ায় তাইলে অনেক উপকার হবে। বাজারের যেই অবস্থা, বর্তমান বেতনে আমাদের চলে না। বেতন বাড়ানোটা অনেক দরকার।’
এই বিষয়ে লঞ্চ মালিক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বলেন, ‘সারা দিন যাত্রীরা এসে ফিরে গেছে। সেই ইফেক্টটা কয়দিন থাকে, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি। লঞ্চ আমরা বসিয়ে রাখতে চাই না। সম্ভব হলে সোমবার রাতেই লঞ্চ চালু করতে চাই। কিন্তু ঘাট তো একেবারেই ফাঁকা। যদি যাত্রী পাওয়া যায় তাহলে আমরা লঞ্চ ছাড়তে প্রস্তুত আছি। যাত্রী পেলে রাতেই চলবে লঞ্চ।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৬ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৩ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে