Ajker Patrika

ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১১: ১৫
ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা ময়দানে আরও এক মুসল্লি মারা গেছেন। মৃত মুসল্লির নাম হাবিবুল্লাহ হবি (৬৭)। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার বাসিন্দা। এ নিয়ে এবারের ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে তিন মুসল্লির মৃত্যু হলো।

মুসল্লি মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের। তিনি জানান, বাদ ফজর ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এর আগে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটেপাড়া গ্রামের নুরুল হক (৬৩) এবং গাজীপুর মহানগরীর ভিরুলিয়া এলাকার তৈয়ব আবু তালেব (৯০) ইজতেমা মাঠে মারা যান। তাঁদের মধ্য ময়দানের অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যু হয়। অপর দিকে তৈয়র আলী বার্ধক্যের কারণে মারা গেছেন। পরে ময়দানের উত্তর-পূর্ব অংশে তাঁদের গোসল শেষে জানাজা হয়। পরে বাদ আসর ও মাগরিব স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত