ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনটি ভেন্যুতে মোবাইল ব্যাংকিং সেবা নগদের অর্থায়নে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। তবে ‘অনিবার্য কারণে’ কাতার বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখানো হবে না।
নগদের হেড অব পাবলিক কমিউনিকেশনস জাহিদুল ইসলাম সজল বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সেমিফাইনাল থেকে যথারীতি বড় পর্দায় খেলা দেখানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বড় পর্দায় দেখানো হবে না উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ৷
সাদ্দাম হোসেন তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘বিশ্বকাপ ফুটবলের আজকের কোয়ার্টার ফাইনাল পর্বে ভিন্ন দুটি ম্যাচে জনপ্রিয় দুটি দল অংশগ্রহণ করতে যাবে। স্বাভাবিকভাবেই এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের সফট টার্গেট হিসেবে এটিকে ব্যবহার করার আশঙ্কা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু আজকের জন্য মুহসীন হলের মাঠ, টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতায় খেলা দেখানো বন্ধ থাকছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার বহিরাগতদের খেলা দেখতে না আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর, টিএসসির সড়ক দ্বীপ ও হাজি মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনটি ভেন্যুতে মোবাইল ব্যাংকিং সেবা নগদের অর্থায়নে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। তবে ‘অনিবার্য কারণে’ কাতার বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখানো হবে না।
নগদের হেড অব পাবলিক কমিউনিকেশনস জাহিদুল ইসলাম সজল বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সেমিফাইনাল থেকে যথারীতি বড় পর্দায় খেলা দেখানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বড় পর্দায় দেখানো হবে না উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ৷
সাদ্দাম হোসেন তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘বিশ্বকাপ ফুটবলের আজকের কোয়ার্টার ফাইনাল পর্বে ভিন্ন দুটি ম্যাচে জনপ্রিয় দুটি দল অংশগ্রহণ করতে যাবে। স্বাভাবিকভাবেই এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের সফট টার্গেট হিসেবে এটিকে ব্যবহার করার আশঙ্কা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু আজকের জন্য মুহসীন হলের মাঠ, টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতায় খেলা দেখানো বন্ধ থাকছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার বহিরাগতদের খেলা দেখতে না আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর, টিএসসির সড়ক দ্বীপ ও হাজি মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।
গোপালগঞ্জে জুয়ার আসর থেকে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের একদিন পর ঘটনাস্থলের পাশের একটি পুকুর পাড় থেকে হাফিজুর রহমান লিটন (৪৮) নামে এক সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ মে) বেলা ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর দক্ষিণ পাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
৩ মিনিট আগে৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত ও বাজেট বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।
৩২ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
৩৬ মিনিট আগেরংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।বুধবার (১৪ মে) সকাল দশটা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চল
৪০ মিনিট আগে