Ajker Patrika

বন্ধ করে দেওয়া হলো চলাচলের একমাত্র রাস্তা, বিপাকে ৩০ পরিবার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে বন্ধ করে দেওয়া রাস্তা। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে বন্ধ করে দেওয়া রাস্তা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। এতে গ্রামের ৩০ পরিবার যাতায়াতে বিপাকে পড়েছেন। এই ঘটনায় নাগরপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাস্তাটি অনেক বছরের পুরোনো। এই রাস্তা দিয়ে এলাকার মানুষ গরু গাড়ি দিয়ে এক সময় সব ধরনের মালামাল আনা-নেওয়া করত। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টাঙ্গাইলের বড় মনি ও ছোট মনিরের আত্মীয় হওয়ায় প্রভাব খাঁটিয়ে প্রবাসী বাবুল শেখ ১১ ফুট রাস্তা দখল করে নেন। বিকল্প রাস্তা না থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ গ্রামের ৩০ পরিবারকে। রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে এলাকাবাসী।

মধ্যপাড়া গ্রামের রাকিব বলেন, আমাদের চলাচলে একমাত্র রাস্তাটি জোরপূর্বক দখল করা হয়েছে। রাস্তা না থাকায় মৃত ব্যক্তির লাশ বাড়ি থেকে কবর স্থানে নিতে পারি না।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল বলেন, ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম খান অপু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাবুল শেখের বাড়ির জায়গার সীমানা বুঝিয়ে দেওয়ার পর বাকি জায়গা রাস্তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কয়েক দিন পরে বাবুল শেখ রাস্তাটি আবার বন্ধ করে দেন।

বাবুল শেখ প্রবাসে থাকায় এবং তাঁর পরিবারের লোকজন ঢাকায় থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সলিমাবাদ মধ্যপাড়া গ্রামের রাস্তার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত