Ajker Patrika

নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নাশকতার এক মামলায় ঢাকা জেলার সাভার থানা এলাকার বিএনপি ও জামায়াতের ৩০ নেতা-কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দন্ডিত আসামিরা হলেন মিনহাজউদ্দীন মোল্লা, শফিকুল ইসলাম, শাহজালাল, আমানুল ইসলাম আমান, মো. রাকিব, আলাউদ্দীন, আশিকুর রহমান, মাহমুদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, ফজল আহমেদ, আফসার মোক্তার, রেজাউ করিম জুয়েল, খোরশেদ আলম, ইউনুস খান, মো. নয়ন, শহিদুল ইসলাম পিতা গরীবুল্লাহ, মিজানুর রহমান মিজান, হাসিবুর রহমান, আসাদুজ্জামান টিটু, ইউসুফ হোসেন, শাহনেওয়াজ হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, মুসলেমউদ্দীন, আমজাদ হোসেন টুটুল, মো. রাকিব পিতা চান মিয়া, মোহাম্মদ আলী পাঠান, আরিফুল হক সুমন, সাইফুল ইসলাম ও মাহমুদুল মুকুল।

দন্ডিতদের অবৈধ সমাবেশের দায়ে ছয় মাস, গাড়ি ভাঙচুরের দায়ে ছয় মাস এবং বাসে আগুন দেওয়ার দায়ে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ওই আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল। তিনি রায়ের বিষয়টি আজকের পত্রিকাতে নিশ্চিত করেন।

রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। এ কারণে তাদের পলাতক ঘোষণা করে রায় দেওয়া হয়। আদালত রায় বলেছেন, তারা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর এই রায় কার্যকর হবে।

মামলার ঘটনায় জানা যায়, ২০১৩ সালের ১ এপ্রিল সাভারের শিমুলতলার ঢাকা আরিচা মহাসড়কে রাত ৮ টায় বিএনপি ও ১৮ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করে, রাস্তায় চলাচলকারী যানবাহন ভাঙচুর করে এবং বাসে আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনায় সাভার থানার সহকারী উপপরিদর্শক ফারুক জামান বাদী হয়ে মামলা করেন। ২০১৩ সালের ২৯ জুন সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত