মুন্সিগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ প্রায় আট মাস পর আবার পদ্মা সেতুর নিচ দিয়ে রাতেও ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আট মাস রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। গত মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষামূলক ফেরি চলাচল করে। বুধবার সকাল থেকে এই নৌপথে ২৪ ঘণ্টা ফেরি চলাচল অব্যাহত রয়েছে।
তবে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, আমাদের দিক থেকে কখনো ফেরি চলাচলে কোনো নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ দেওয়া ছিল না। দিনে-রাতে সব সময় ফেরি চলতে পারবে। গত ১০০ বছরে এই নৌপথে যে ধরনের জলযান চলাচল করেছে তার সবই চলতে পারবে।
জানা গেছে, ফেরি চালকদের খুব সতর্কতার সঙ্গে ফেরি চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফেরিগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৪,১৫ ও ১৬ নম্বর খুঁটির পাশ দিয়ে এবং বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে সেতুর ১৯, ২০ ও ২১ নম্বর খুঁটির পাশ দিয়ে।
এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বুধবার সকালে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ নৌপথে এখন ৮টি ফেরি চলছে। আরও একটি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে বেশ চাপ থাকলেও বিকেলে তেমন চাপ নেই। প্রায় ৭০টি যান পদ্মা পারের জন্য অপেক্ষা করছে। এ নৌপথে ঈদ উপলক্ষে ১০টি ফেরি চলতে পারে। তবে বর্তমানে ৮টি ফেরি চলছে। কোনো রো রো ফেরি এখনো বহরে যুক্ত হয়নি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
দীর্ঘ প্রায় আট মাস পর আবার পদ্মা সেতুর নিচ দিয়ে রাতেও ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আট মাস রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। গত মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষামূলক ফেরি চলাচল করে। বুধবার সকাল থেকে এই নৌপথে ২৪ ঘণ্টা ফেরি চলাচল অব্যাহত রয়েছে।
তবে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, আমাদের দিক থেকে কখনো ফেরি চলাচলে কোনো নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ দেওয়া ছিল না। দিনে-রাতে সব সময় ফেরি চলতে পারবে। গত ১০০ বছরে এই নৌপথে যে ধরনের জলযান চলাচল করেছে তার সবই চলতে পারবে।
জানা গেছে, ফেরি চালকদের খুব সতর্কতার সঙ্গে ফেরি চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফেরিগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৪,১৫ ও ১৬ নম্বর খুঁটির পাশ দিয়ে এবং বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে সেতুর ১৯, ২০ ও ২১ নম্বর খুঁটির পাশ দিয়ে।
এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বুধবার সকালে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ নৌপথে এখন ৮টি ফেরি চলছে। আরও একটি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে বেশ চাপ থাকলেও বিকেলে তেমন চাপ নেই। প্রায় ৭০টি যান পদ্মা পারের জন্য অপেক্ষা করছে। এ নৌপথে ঈদ উপলক্ষে ১০টি ফেরি চলতে পারে। তবে বর্তমানে ৮টি ফেরি চলছে। কোনো রো রো ফেরি এখনো বহরে যুক্ত হয়নি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
কুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে...
১২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
২৬ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
৩৫ মিনিট আগেমানিকগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ৫০ বছরের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।
৩৯ মিনিট আগে