নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার আদালতের এক আইনজীবীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকেও আসামি করা হয়েছে। আজ বুধবার ৫১ জনকে আসামি করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল বাছেদ শামীম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বাদী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অজ্ঞাত নামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে মামলায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী রাজধানীর মানিকনগরে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। মানিক নগর বিশ্বরোডে দিয়ে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার আগে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে বেধড়ক মারপিট করে।
আইনজীবী গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ওষুধের ফার্মেসিতে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর গত ২০ আগস্ট তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসা নেন।
মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে ও লাঠিপেটা করে। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয়।
ঢাকার আদালতের এক আইনজীবীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকেও আসামি করা হয়েছে। আজ বুধবার ৫১ জনকে আসামি করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল বাছেদ শামীম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বাদী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অজ্ঞাত নামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে মামলায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী রাজধানীর মানিকনগরে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। মানিক নগর বিশ্বরোডে দিয়ে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার আগে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে বেধড়ক মারপিট করে।
আইনজীবী গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ওষুধের ফার্মেসিতে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর গত ২০ আগস্ট তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসা নেন।
মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে ও লাঠিপেটা করে। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ৪০০ মিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক নির্মাণের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর ‘ফাতেমা ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। ১০৫ দিনের মধ্যে কাজ শেষ করার শর্ত থাকলেও এখন পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি।
২৫ মিনিট আগেস্থানীয় সূত্রে জানা গেছে, একপাশে ভাঙাচোরা সড়ক অপর পাশে পানিতে ভরা পুকুর। এর মাঝখানে খালের ওপর তৈরি করা হয়েছে সেতুটি। জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে সেনবাগ উপজেলায় চলাচলের পথে পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়দের চাহিদার ভিত্তিতে বজরা ইউনিয়নের মাওলানা বাড়ির সামনে খালের ওপর ওই সেতুটি নির্মাণ করা হয়।
৩১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।
৩৬ মিনিট আগেবৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে