Ajker Patrika

আরসাপ্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে আরসাপ্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ কারাগারে। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জে আরসাপ্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ কারাগারে। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন আরসাপ্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী, তাঁর সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ১৭ মার্চ দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের একটি ভবন থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী, পরিবারের সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

একই দিন ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার ১৫ তলা গার্ডেন সিটির ১০ তলার ফ্ল্যাট থেকে দুই নারী এবং দুই পুরুষসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত