নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ত্বক ফরসাকারী পাকিস্তান ও ভারত থেকে আমদানিকৃত ক্রিম ও লোশনে মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইননের উপস্থিতি পেয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। এ কারণে ১৮ প্রতিষ্ঠানের পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।
বিএসটিআই বলছে, দেশের বিভিন্ন বাজার থেকে ত্বক ফরসাকারী ক্রিম ও লোশনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর ১৮টি ক্রিম ও একটি লোশনে অতিরিক্ত মাত্রায় মার্কারি ও হাইড্রোকাউননের উপস্থিতি রয়েছে। এ কারণে এসব পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে বিএসটিআই।
বিএসটিআই জানায়, জাতীয় মান অনুযায়ী ত্বকের ক্রিমে মার্কারির মাত্রা রয়েছে ১ পিপিএম-এর কম। পরীক্ষায় পাওয়া গেছে সর্বনিম্ন ৮ দশমিক ১০ পিপিএম থেকে সর্বোচ্চ ৭৩৬ দশমিক ৫৪ পিপিএম। আর হাইড্রোকুইননের গ্রহণযোগ্য মাত্রা ৫ পিপিএম। আর পরীক্ষা করে পাওয়া গেছে ৩০ দশমিক ২৫ পিপিএম। এসব উপাদানের উপস্থিতি মাত্রাতিরিক্ত থাকায় এসব পণ্য বাজারজাত নিষিদ্ধ করল বিএসটিআই।
মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইনন ত্বক ফরসাকারী ক্রিম বা লোশনে থাকলে মানুষের ক্যানসার ও ত্বকে নানা ধরনের ত্বক রোগ হতে পারে বলে জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন গালিব।
বিএসটিআই বলছে, যেসব প্রতিষ্ঠানের ক্রিম ও লোশন বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—পাকিস্তানের গৌরী কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি, এসজে এন্টারপ্রাইজের চাঁদনী, কিউ সি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিও, নূর গোল্ড কসমেটিকসের নূর হার্বাল বিউটি ক্রিম, গোল্ডেন পার্লের গোল্ডেন পার্ল, হোয়াইট পার্ল কসমেটিকস ইন্টারন্যাশনালের হুয়াইটস পার্ল প্লাস, পুনিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ফাইজা, লোয়া ইন্টারন্যাশনালের নেভিয়া, লাইফ কসমেটিকসের ফ্রেস অ্যান্ড হুয়াইট, ফেস লিফট কসমেটিকসের ফেস লিফট, শাহিন কসমেটিকসের ফেস ফ্রেস, গুয়াজুবায়োগ টেকননোলজির ডা. রাসেল নাইট ক্রিম, আনিজা কসমেটিকসের আনিজা গোল্ড, নামপরিচয়বিহীন দুটি প্রতিষ্ঠানের ফোর প্লাস ও জায়ালো এবং ভারতের আরোমা কেয়ার কসমেটিকসের ত্বক ফরসাকারী ডা. ডেভে লোশন।
বিএসটিআই বলছে, নিষিদ্ধ ও ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত ত্বক ফরসাকারী স্ক্রিন ক্রিম এবং লোশন বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসব পণ্য ব্যবহার না করতে ভোক্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ত্বক ফরসাকারী পাকিস্তান ও ভারত থেকে আমদানিকৃত ক্রিম ও লোশনে মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইননের উপস্থিতি পেয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। এ কারণে ১৮ প্রতিষ্ঠানের পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।
বিএসটিআই বলছে, দেশের বিভিন্ন বাজার থেকে ত্বক ফরসাকারী ক্রিম ও লোশনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর ১৮টি ক্রিম ও একটি লোশনে অতিরিক্ত মাত্রায় মার্কারি ও হাইড্রোকাউননের উপস্থিতি রয়েছে। এ কারণে এসব পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে বিএসটিআই।
বিএসটিআই জানায়, জাতীয় মান অনুযায়ী ত্বকের ক্রিমে মার্কারির মাত্রা রয়েছে ১ পিপিএম-এর কম। পরীক্ষায় পাওয়া গেছে সর্বনিম্ন ৮ দশমিক ১০ পিপিএম থেকে সর্বোচ্চ ৭৩৬ দশমিক ৫৪ পিপিএম। আর হাইড্রোকুইননের গ্রহণযোগ্য মাত্রা ৫ পিপিএম। আর পরীক্ষা করে পাওয়া গেছে ৩০ দশমিক ২৫ পিপিএম। এসব উপাদানের উপস্থিতি মাত্রাতিরিক্ত থাকায় এসব পণ্য বাজারজাত নিষিদ্ধ করল বিএসটিআই।
মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইনন ত্বক ফরসাকারী ক্রিম বা লোশনে থাকলে মানুষের ক্যানসার ও ত্বকে নানা ধরনের ত্বক রোগ হতে পারে বলে জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন গালিব।
বিএসটিআই বলছে, যেসব প্রতিষ্ঠানের ক্রিম ও লোশন বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—পাকিস্তানের গৌরী কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি, এসজে এন্টারপ্রাইজের চাঁদনী, কিউ সি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিও, নূর গোল্ড কসমেটিকসের নূর হার্বাল বিউটি ক্রিম, গোল্ডেন পার্লের গোল্ডেন পার্ল, হোয়াইট পার্ল কসমেটিকস ইন্টারন্যাশনালের হুয়াইটস পার্ল প্লাস, পুনিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ফাইজা, লোয়া ইন্টারন্যাশনালের নেভিয়া, লাইফ কসমেটিকসের ফ্রেস অ্যান্ড হুয়াইট, ফেস লিফট কসমেটিকসের ফেস লিফট, শাহিন কসমেটিকসের ফেস ফ্রেস, গুয়াজুবায়োগ টেকননোলজির ডা. রাসেল নাইট ক্রিম, আনিজা কসমেটিকসের আনিজা গোল্ড, নামপরিচয়বিহীন দুটি প্রতিষ্ঠানের ফোর প্লাস ও জায়ালো এবং ভারতের আরোমা কেয়ার কসমেটিকসের ত্বক ফরসাকারী ডা. ডেভে লোশন।
বিএসটিআই বলছে, নিষিদ্ধ ও ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত ত্বক ফরসাকারী স্ক্রিন ক্রিম এবং লোশন বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসব পণ্য ব্যবহার না করতে ভোক্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে