Ajker Patrika

ত্বক ফরসাকারী ১৮ প্রতিষ্ঠানের পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২৩, ২২: ২২
ত্বক ফরসাকারী ১৮ প্রতিষ্ঠানের পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই

স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ত্বক ফরসাকারী পাকিস্তান ও ভারত থেকে আমদানিকৃত ক্রিম ও লোশনে মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইননের উপস্থিতি পেয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। এ কারণে ১৮ প্রতিষ্ঠানের পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে সংস্থাটি। 

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। 

বিএসটিআই বলছে, দেশের বিভিন্ন বাজার থেকে ত্বক ফরসাকারী ক্রিম ও লোশনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর ১৮টি ক্রিম ও একটি লোশনে অতিরিক্ত মাত্রায় মার্কারি ও হাইড্রোকাউননের উপস্থিতি রয়েছে। এ কারণে এসব পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে বিএসটিআই। 

বিএসটিআই জানায়, জাতীয় মান অনুযায়ী ত্বকের ক্রিমে মার্কারির মাত্রা রয়েছে ১ পিপিএম-এর কম। পরীক্ষায় পাওয়া গেছে সর্বনিম্ন ৮ দশমিক ১০ পিপিএম থেকে সর্বোচ্চ ৭৩৬ দশমিক ৫৪ পিপিএম। আর হাইড্রোকুইননের গ্রহণযোগ্য মাত্রা ৫ পিপিএম। আর পরীক্ষা করে পাওয়া গেছে ৩০ দশমিক ২৫ পিপিএম। এসব উপাদানের উপস্থিতি মাত্রাতিরিক্ত থাকায় এসব পণ্য বাজারজাত নিষিদ্ধ করল বিএসটিআই। 

মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইনন ত্বক ফরসাকারী ক্রিম বা লোশনে থাকলে মানুষের ক্যানসার ও ত্বকে নানা ধরনের ত্বক রোগ হতে পারে বলে জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন গালিব। 

বিএসটিআই বলছে, যেসব প্রতিষ্ঠানের ক্রিম ও লোশন বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—পাকিস্তানের গৌরী কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি, এসজে এন্টারপ্রাইজের চাঁদনী, কিউ সি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিও, নূর গোল্ড কসমেটিকসের নূর হার্বাল বিউটি ক্রিম, গোল্ডেন পার্লের গোল্ডেন পার্ল, হোয়াইট পার্ল কসমেটিকস ইন্টারন্যাশনালের হুয়াইটস পার্ল প্লাস, পুনিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ফাইজা, লোয়া ইন্টারন্যাশনালের নেভিয়া, লাইফ কসমেটিকসের ফ্রেস অ্যান্ড হুয়াইট, ফেস লিফট কসমেটিকসের ফেস লিফট, শাহিন কসমেটিকসের ফেস ফ্রেস, গুয়াজুবায়োগ টেকননোলজির ডা. রাসেল নাইট ক্রিম, আনিজা কসমেটিকসের আনিজা গোল্ড, নামপরিচয়বিহীন দুটি প্রতিষ্ঠানের ফোর প্লাস ও জায়ালো এবং ভারতের আরোমা কেয়ার কসমেটিকসের ত্বক ফরসাকারী ডা. ডেভে লোশন। 

বিএসটিআই বলছে, নিষিদ্ধ ও ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত ত্বক ফরসাকারী স্ক্রিন ক্রিম এবং লোশন বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসব পণ্য ব্যবহার না করতে ভোক্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত