নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকার দুই সিটিতে কোরবানির পশু বেচাকেনা হবে দুইটি স্থায়ী হাটসহ মোট ২০টি পশুর হাটে। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১টি। তবে ডিএনসিসির ৬টি পশুর হাটে থাকবে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা।
আজ বুধবার বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ডিএনসিসির স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ডিএনসিসির 'স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট' নামক পাইলট প্রকল্প সফল করতে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে। সহযোগিতা করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। প্রাথমিকভাবে এ পাইলট প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এর আওতাধীন ৬টি পশুর হাট নির্ধারণ করা হয়েছে। এই ডিজিটাল লেনদেনে ৬টি ব্যাংকেও যুক্ত করা হয়েছে।
জানা গেছে, ৬টি হাটকে ৬টি ব্যাংকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে গাবতলী হাটে ইসলামী ব্যাংক, মোহাম্মদপুরে বছিলায় সিটি ব্যাংক, আফতাব নগরে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ভাটারায় ব্যাংক এশিয়া, কাওলায় ইস্টার্ন ব্যাংক এবং উত্তরা ১৭ নম্বরের হাটে ব্র্যাক ব্যাংক লিমিটেড কার্যক্রম পরিচালনা করবে। আগামী ১ থেকে ১২ জুলাই পর্যন্ত হাটগুলোতে ডিজিটাল পেমেন্ট বুথ থাকবে। এর মাধ্যমে পশুর ক্রেতা-বিক্রেতারা ক্যাশ লেস লেনদেনের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ডিজিটাল গরুর হাট ছোট ইভেন্ট। তবে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে ডিএনসিসির পশুর হাট দিয়ে শুরু করছি। পরবর্তী সময়ে সারা দেশের পশুর হাটগুলোতে এমন ডিজিটাল লেনদেন চালুর উদ্যোগ নেওয়া হবে।’
ডিএনসিসির সব লেনদেন পর্যায়ক্রমে ডিজিটাল করা হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গত বছর ডিজিটাল হাটের মাধ্যমে ২ হাজার ৭০০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। আমরা সব সময় চিন্তা করেছি ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ইনোভেটিভ কিছু করার জন্য। ডিএনসিসি প্রথমবারের মতো ডিজিটালি হোল্ডিং ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের পরের টার্গেট হচ্ছে ট্রেড লাইসেন্স। ডিএনসিসির ১৭টি সেবা পর্যায়ক্রমে অনলাইনে নিয়ে যাওয়া হবে।’
পশুর হাটের ডিজিটাল লেনদেন থেকে ডিএনসিসি লাভ করবে না জানিয়ে মেয়র বলেন, ‘আমরা ডিজিটাল হাট যেটা করতে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি ঢাকা। সে জন্য স্মার্ট হাট করেছি। এখান থেকে সিটি করপোরেশন আয় করবে না। স্মার্ট হাটে যারা সার্ভিস দিচ্ছেন ব্যাংক বিকাশ ও নগদ কোনো সার্ভিস চার্জ নিচ্ছে না। এর ফলে আমরা স্মার্টলি বিষয়টি ডিল করতে চাচ্ছি। নগরবাসী ও খামারিরা যারা আছেন তারা যেন স্বচ্ছন্দভাবে গরু বেচাকেনা করতে পারেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন প্রমুখ।
রাজধানী ঢাকার দুই সিটিতে কোরবানির পশু বেচাকেনা হবে দুইটি স্থায়ী হাটসহ মোট ২০টি পশুর হাটে। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১টি। তবে ডিএনসিসির ৬টি পশুর হাটে থাকবে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা।
আজ বুধবার বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ডিএনসিসির স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ডিএনসিসির 'স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট' নামক পাইলট প্রকল্প সফল করতে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে। সহযোগিতা করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। প্রাথমিকভাবে এ পাইলট প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এর আওতাধীন ৬টি পশুর হাট নির্ধারণ করা হয়েছে। এই ডিজিটাল লেনদেনে ৬টি ব্যাংকেও যুক্ত করা হয়েছে।
জানা গেছে, ৬টি হাটকে ৬টি ব্যাংকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে গাবতলী হাটে ইসলামী ব্যাংক, মোহাম্মদপুরে বছিলায় সিটি ব্যাংক, আফতাব নগরে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ভাটারায় ব্যাংক এশিয়া, কাওলায় ইস্টার্ন ব্যাংক এবং উত্তরা ১৭ নম্বরের হাটে ব্র্যাক ব্যাংক লিমিটেড কার্যক্রম পরিচালনা করবে। আগামী ১ থেকে ১২ জুলাই পর্যন্ত হাটগুলোতে ডিজিটাল পেমেন্ট বুথ থাকবে। এর মাধ্যমে পশুর ক্রেতা-বিক্রেতারা ক্যাশ লেস লেনদেনের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ডিজিটাল গরুর হাট ছোট ইভেন্ট। তবে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে ডিএনসিসির পশুর হাট দিয়ে শুরু করছি। পরবর্তী সময়ে সারা দেশের পশুর হাটগুলোতে এমন ডিজিটাল লেনদেন চালুর উদ্যোগ নেওয়া হবে।’
ডিএনসিসির সব লেনদেন পর্যায়ক্রমে ডিজিটাল করা হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গত বছর ডিজিটাল হাটের মাধ্যমে ২ হাজার ৭০০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। আমরা সব সময় চিন্তা করেছি ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ইনোভেটিভ কিছু করার জন্য। ডিএনসিসি প্রথমবারের মতো ডিজিটালি হোল্ডিং ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের পরের টার্গেট হচ্ছে ট্রেড লাইসেন্স। ডিএনসিসির ১৭টি সেবা পর্যায়ক্রমে অনলাইনে নিয়ে যাওয়া হবে।’
পশুর হাটের ডিজিটাল লেনদেন থেকে ডিএনসিসি লাভ করবে না জানিয়ে মেয়র বলেন, ‘আমরা ডিজিটাল হাট যেটা করতে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি ঢাকা। সে জন্য স্মার্ট হাট করেছি। এখান থেকে সিটি করপোরেশন আয় করবে না। স্মার্ট হাটে যারা সার্ভিস দিচ্ছেন ব্যাংক বিকাশ ও নগদ কোনো সার্ভিস চার্জ নিচ্ছে না। এর ফলে আমরা স্মার্টলি বিষয়টি ডিল করতে চাচ্ছি। নগরবাসী ও খামারিরা যারা আছেন তারা যেন স্বচ্ছন্দভাবে গরু বেচাকেনা করতে পারেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন প্রমুখ।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে