টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে ড্রেনেজ সিস্টেম অনেক দুর্বল এবং এখানে বৃষ্টি হলে পানি সরে না। প্রকল্পটি নেওয়ার আগে বিষয়গুলো ঠিকমতো ভাবনা-চিন্তায় নিলে ভালো হতো। বিআরটি প্রকল্পটি নিয়ে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দর এলাকায় প্রকল্পের একটি ওভারপাস পরিদর্শনে আসেন তিনি।
এ সময় ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এবারে ঈদযাত্রা সম্পূর্ণ ব্যতিক্রম। বিগত বছরগুলোর তুলনায় এবার জনগণকে সম্পূর্ণ যানজটমুক্ত ঈদ উপহার দিতে পেরেছি। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক। এর মধ্যে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু করে দেওয়ায় ঈদযাত্রার ষোলোকলা পূরণ হয়েছে। এটা তরুণ সমাজের জন্য প্রধানমন্ত্রীর উপহার। এটা সবার মাঝে আনন্দ জুগিয়েছে।’
নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, ‘সাধারণত ঈদ ও ঈদ–পরবর্তী কর্মস্থলে ফেরার সময়টা দুর্ঘটনাপ্রবণ। এ সময় সড়কে প্রাণহানি বেড়ে যায়। এ অবস্থাটা আমাদের সাবধানে ও সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি তাঁরা যেন তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করেন। সবাই মিলে চেষ্টা করলে আমরা সড়কে প্রাণহানি কমাতে পারব।’
বিআরটি প্রকল্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গাজীপুরে ড্রেনেজ সিস্টেম অনেক দুর্বল। এখানে বৃষ্টি হলে পানি সরে না। প্রকল্পটি নেওয়ার আগে বিষয়গুলো ঠিকমতো ভাবনা-চিন্তায় নিলে ভালো হতো। এসব কারণে এই প্রকল্প মানুষকে যে ভোগান্তিতে ফেলেছে, তা সারা বাংলাদেশের আর কোথাও হয়নি। এমনকি ঢাকার ভেতরে হওয়া মেট্রোরেল প্রকল্প, ঢাকায় এত মানুষ, তা–ও এটা খুব দুর্ভোগের সৃষ্টি করেনি।’
মন্ত্রী বলেন, ‘কোথাও কোনো ব্যর্থতা থাকলে সে দায় স্বীকার করে নেওয়ার মতো সৎসাহস আমার আছে। সারা বাংলাদেশে আমরা অনেক কাজ করেছি। বাংলাদেশ সড়কব্যবস্থায় সমতল থেকে পাহাড় পর্যন্ত সুদৃঢ় সংযোগ স্থাপন করেছি। আমরা আধুনিক যোগাযোগব্যবস্থা দৃশ্যমান করেছি। শুধু এই একটা প্রকল্পই আমাদের ভোগান্তি সৃষ্টি করেছে।’
পূর্বঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এলাকার ওভারপাস পরিদর্শন শেষে গাজীপুরের টঙ্গীর আরেকটি উড়ালসড়ক পরিদর্শনের কথা ছিল। কিন্তু তিনি শেষ পর্যন্ত টঙ্গী যাননি। বিমানবন্দর এলাকার ওভারপাসটি পরিদর্শন করে চলে যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, প্রকল্পের পরিচালকসহ অন্যরা।
গাজীপুরে ড্রেনেজ সিস্টেম অনেক দুর্বল এবং এখানে বৃষ্টি হলে পানি সরে না। প্রকল্পটি নেওয়ার আগে বিষয়গুলো ঠিকমতো ভাবনা-চিন্তায় নিলে ভালো হতো। বিআরটি প্রকল্পটি নিয়ে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দর এলাকায় প্রকল্পের একটি ওভারপাস পরিদর্শনে আসেন তিনি।
এ সময় ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এবারে ঈদযাত্রা সম্পূর্ণ ব্যতিক্রম। বিগত বছরগুলোর তুলনায় এবার জনগণকে সম্পূর্ণ যানজটমুক্ত ঈদ উপহার দিতে পেরেছি। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক। এর মধ্যে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু করে দেওয়ায় ঈদযাত্রার ষোলোকলা পূরণ হয়েছে। এটা তরুণ সমাজের জন্য প্রধানমন্ত্রীর উপহার। এটা সবার মাঝে আনন্দ জুগিয়েছে।’
নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, ‘সাধারণত ঈদ ও ঈদ–পরবর্তী কর্মস্থলে ফেরার সময়টা দুর্ঘটনাপ্রবণ। এ সময় সড়কে প্রাণহানি বেড়ে যায়। এ অবস্থাটা আমাদের সাবধানে ও সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি তাঁরা যেন তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করেন। সবাই মিলে চেষ্টা করলে আমরা সড়কে প্রাণহানি কমাতে পারব।’
বিআরটি প্রকল্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গাজীপুরে ড্রেনেজ সিস্টেম অনেক দুর্বল। এখানে বৃষ্টি হলে পানি সরে না। প্রকল্পটি নেওয়ার আগে বিষয়গুলো ঠিকমতো ভাবনা-চিন্তায় নিলে ভালো হতো। এসব কারণে এই প্রকল্প মানুষকে যে ভোগান্তিতে ফেলেছে, তা সারা বাংলাদেশের আর কোথাও হয়নি। এমনকি ঢাকার ভেতরে হওয়া মেট্রোরেল প্রকল্প, ঢাকায় এত মানুষ, তা–ও এটা খুব দুর্ভোগের সৃষ্টি করেনি।’
মন্ত্রী বলেন, ‘কোথাও কোনো ব্যর্থতা থাকলে সে দায় স্বীকার করে নেওয়ার মতো সৎসাহস আমার আছে। সারা বাংলাদেশে আমরা অনেক কাজ করেছি। বাংলাদেশ সড়কব্যবস্থায় সমতল থেকে পাহাড় পর্যন্ত সুদৃঢ় সংযোগ স্থাপন করেছি। আমরা আধুনিক যোগাযোগব্যবস্থা দৃশ্যমান করেছি। শুধু এই একটা প্রকল্পই আমাদের ভোগান্তি সৃষ্টি করেছে।’
পূর্বঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এলাকার ওভারপাস পরিদর্শন শেষে গাজীপুরের টঙ্গীর আরেকটি উড়ালসড়ক পরিদর্শনের কথা ছিল। কিন্তু তিনি শেষ পর্যন্ত টঙ্গী যাননি। বিমানবন্দর এলাকার ওভারপাসটি পরিদর্শন করে চলে যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, প্রকল্পের পরিচালকসহ অন্যরা।
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকরের দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল হয়েছে। বুধবার সকালে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ হয়।
৫ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে সাপুড়ে বয়েজ উদ্দিনের প্রাণ কেড়ে নেওয়া সেই বিষধর সাপটিকে কাঁচা চিবিয়ে খেয়েছেন মোজাহার নামের আরেক সাপুড়ে। আজ বিকেলে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেতবে একই দিনে সকালে বয়লারের পাইপ ফেটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নং ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি সচল হতে ৩-৪ দিন লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।
২৬ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর ছয়আনি হিন্দুপল্লিতে সাম্প্রতিক হামলার ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন রংপুরের দুই সংবাদকর্মী। বুধবার (৩০ জুলাই) বেলা ৩টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলামের গালাগাল ও গ্রেপ্তারের হুমকির মুখে পড়েন দৈনিক কালবেলার
৩৭ মিনিট আগে