গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগানোর বিষয়ে পরস্পর–বিরোধী বক্তব্য দিয়েছেন স্বামী–স্ত্রী। স্বামী বলছেন, স্ত্রী আগুন দিয়েছেন। আর স্ত্রী দোষ দিচ্ছেন স্বামীকে।
আজ শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুস শহীদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
আব্দুস শহীদের স্ত্রী মোর্শেদা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন মাদকাসক্ত। তার অত্যাচারে আমি, আমার সন্তানেরা অতিষ্ঠ। আমি স্বামীর অত্যাচার থেকে মুক্তি চাই। মাদকের টাকা না পেলেই আমার ওপর অত্যাচার নির্যাতন করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আজ মাদকের টাকা না পেয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়। বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’
তবে আব্দুস শহীদ বলেন, ‘আমি ঘরের ভেতর ঘুমিয়ে ছিলাম। এসময় আগুন লাগে। আগুনের তাপে আমার ঘুম ভেঙে যায়। এরপর উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। এরপর আমি স্ত্রীর ফোন নম্বরে কল দিলে বন্ধ পাই। আমার স্ত্রী–ই ঘরে আগুন দিয়ে চলে গেছে।’
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, আব্দুস শহীদের অত্যাচারে তাঁর পরিবার ও প্রতিবেশীরা অতিষ্ঠ। এর আগেও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছেন। বহুবার বিচার–সালিস হয়েছে। কিন্তু তিনি মাদকাসক্ত থেকে ফেরেননি। মাতাল হয়ে প্রায় বেপরোয়া আচরণ করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন বাড়ির মালিক শহীদ জানিয়েছেন, তাঁর স্ত্রী মোর্শেদা বাড়িতে আগুন দিয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগানোর বিষয়ে পরস্পর–বিরোধী বক্তব্য দিয়েছেন স্বামী–স্ত্রী। স্বামী বলছেন, স্ত্রী আগুন দিয়েছেন। আর স্ত্রী দোষ দিচ্ছেন স্বামীকে।
আজ শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুস শহীদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
আব্দুস শহীদের স্ত্রী মোর্শেদা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন মাদকাসক্ত। তার অত্যাচারে আমি, আমার সন্তানেরা অতিষ্ঠ। আমি স্বামীর অত্যাচার থেকে মুক্তি চাই। মাদকের টাকা না পেলেই আমার ওপর অত্যাচার নির্যাতন করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আজ মাদকের টাকা না পেয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়। বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’
তবে আব্দুস শহীদ বলেন, ‘আমি ঘরের ভেতর ঘুমিয়ে ছিলাম। এসময় আগুন লাগে। আগুনের তাপে আমার ঘুম ভেঙে যায়। এরপর উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। এরপর আমি স্ত্রীর ফোন নম্বরে কল দিলে বন্ধ পাই। আমার স্ত্রী–ই ঘরে আগুন দিয়ে চলে গেছে।’
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, আব্দুস শহীদের অত্যাচারে তাঁর পরিবার ও প্রতিবেশীরা অতিষ্ঠ। এর আগেও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছেন। বহুবার বিচার–সালিস হয়েছে। কিন্তু তিনি মাদকাসক্ত থেকে ফেরেননি। মাতাল হয়ে প্রায় বেপরোয়া আচরণ করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন বাড়ির মালিক শহীদ জানিয়েছেন, তাঁর স্ত্রী মোর্শেদা বাড়িতে আগুন দিয়েছেন।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
৬ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
৬ ঘণ্টা আগে