Ajker Patrika

গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২২, ১৮: ৩৯
গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবি

গৃহশ্রমিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আইনি কাঠামো ও গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব দাবি জানায় সংগঠনটি। 

আলোচনা সভায় বক্তারা সমাজে গৃহশ্রমিকদের সম্মানজনক অবস্থান তৈরির মাধ্যমে দেশের নারী গৃহশ্রমিকদের সার্বিক কল্যাণ সাধনে গৃহশ্রমিকদের সঠিক সংখ্যা নির্ধারণ, জিডিপিতে গৃহশ্রমিকদের অবদান আলাদাভাবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন। এ ছাড়া সাপ্তাহিক, অসুস্থতাজনিত, মাতৃত্বকালীন ও উৎসব ছুটি বাধ্যতামূলক, আইনি সুরক্ষা, চাকরির নিয়োগপত্র, রাষ্ট্র কর্তৃক আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন, সামাজিক নিরাপত্তা, সংগঠিত হওয়ার আইনি অধিকার, যথাসময়ে বেতন নিশ্চিত করা ও প্রশিক্ষণের দাবিও জানিয়েছেন বক্তারা। 

সভায় বিলসের নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ওয়াজেদুল ইসলাম খান বলেন, ‘গৃহশ্রমিকদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে এটা করা হচ্ছে না। প্রায় ৮০ লাখ মানুষ গৃহশ্রমিকের কাজ করছে। সমাজে তাঁদের মর্যাদা প্রতিষ্ঠা করা উচিত।’ 

গৃহশ্রমিক খোঁজার অ্যাপস হ্যালোটাস্কে কাজ করা গৃহশ্রমিক ফাতেমা বলেন, ‘আমাদের যা প্রয়োজন তার সব এখান থেকে আমরা পাচ্ছি। বেতন কম পাচ্ছি না। ভালোই পাচ্ছি। আগেও আমি অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু তখন এত ভালো ছিলাম না। হ্যালোটাস্কের মাধ্যমে আমরা ভালো বেতনও পাচ্ছি, মর্যাদাও পাচ্ছি।’ 

 ১৩৬ বছর পরও মে দিবস প্রাসঙ্গিক জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘যদিও মে মাসের শেষ সময়, কিন্তু মে দিবসের আলোচনা সব সময়ই গুরুত্বপূর্ণ। গৃহশ্রমিকদের এখনো আমরা শ্রমিক হিসেবেই অন্তর্ভুক্ত করতে পারিনি। শ্রম আইন সংশোধনের জন্য আমরা নানান সুপারিশ দিয়েছিলাম, কিন্তু যখন সংসদে উঠল তখন আর সুপারিশগুলো নিয়ে আলোচনা হলো না। বেশ কিছু লবি এখানে কাজ করেছে, এগুলো বিশেষ করে ছিল গার্মেন্টস শিল্পের।’ 

রাশেদ খান মেনন বলেন, ‘প্রথমদিকে গার্মেন্টস শ্রমিকদের বাথরুমে যেতে দেওয়া হতো না, ওড়না দিয়ে মেশিনের সঙ্গে বেঁধে রাখা হতো। গার্মেন্টস শ্রমিকেরা লড়াই করে তাদের অধিকার আদায় করে নিয়েছেন। গৃহশ্রমিকদেরও তাদের অধিকার আদায় করে নিতে হবে। আইন করা কথা বলা হয়েছে, কিন্তু এখনো হয়নি। আইন করতে হলে গৃহশ্রমিকদের সংগঠিত হতে হবে। শ্রমিক আন্দোলন যতক্ষণ পর্যন্ত জোরদার না হবে, ততক্ষণ পর্যন্ত আইন আসবে না।’ 

সভাপতির বক্তব্যে বিলসের সহসভাপতি আনোয়ার হোসেইন বলেন, ‘মালিক–শ্রমিক ঐক্যের কথা বলা হয়। কিন্তু মালিক–শ্রমিক ঐক্য কখনোই সম্ভব না। কারণ, শ্রমিক যা কাজ করে সব সময় তার থেকে কিছুটা বেশি আয়ের আশা করে। অপরদিকে মালিক সব সময় শ্রমিকদের নিয়ে অতিরিক্ত কাজ করিয়ে কম পারিশ্রমিক দিয়ে শ্রম শোষণের চেষ্টা করে। তাই মালিক আর শ্রমিকের মধ্যে ঐক্য খুবই কঠিন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত