Ajker Patrika

ডিজিটাল প্রযুক্তিগুলো আমাদের জন্য সবকিছু করতে পারে: ওয়েবিনারে বক্তারা

ডিজিটাল প্রযুক্তিগুলো আমাদের জন্য সবকিছু করতে পারে: ওয়েবিনারে বক্তারা

বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক মানব উন্নয়নের পাশাপাশি দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে। এর ফলে ডিজিটালাইজড ডিভাইস এবং পরিষেবাগুলোরও ক্রমবর্ধমান প্রসার ঘটছে ৷ যাইহোক, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউএসএ দ্বারা প্রকাশিত আইসিটির অগ্রগতির মাধ্যমে বিশ্বব্যাপী কর্মশক্তির শারীরিক শ্রম হ্রাস করে।

আইওটি, এ-ওয়ান, ব্লক চেইন, ড্রোনস আর চ্যাট জিপিটি নিয়ে এক ওয়েবিনারে বক্তারা এ কথা বলেন। ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব সোমবার ওয়েবিনারটির আয়োজন করে।

বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি ডিজিটাল রূপান্তর নেতৃত্ব। এটি উদীয়মান প্রযুক্তিগুলো ব্যবহার করে বিভিন্ন সেক্টরে তৎপরতা, দক্ষতা, স্বচ্ছতা সুবিধা দিতে পারে। ডিজিটাল প্রযুক্তিগুলো আমাদের পরিবেশে একটি প্রধান ভূমিকা পালন করে এবং আমাদের জন্য সবকিছু করতে পারে ৷

ওয়েবিনারে মেক্সিকোর ইনস্টিটিউটো টেকনোলজিকো হোসে মারিও মোলিনার স্নাতকোত্তর এবং গবেষণা বিভাগের অধ্যাপক ড. হোসে জি ভার্গাস-হার্নান্দেজ বিশেষ অতিথি ছিলেন।

এ ছাড়া আলোচনায় অংশ নেন অধিবেশন চেয়ার অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী. নিউ দিল্লি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিভাগের অধ্যাপক ড. রিংকু শর্মা দীক্ষিত প্রধান অতিথি ছিলেন।

প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব আলী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক কম্পিউটারের অগ্রগতি দেশের কল্যাণে ব্যবহৃত হচ্ছে।

অন্যদের মধ্যে আলোচনা করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টেকনো মেইন সল্টলেকের সহকারী অধ্যাপক ড. শামীমা হক, যুক্তরাজ্যের লন্ডন গ্র্যাজুয়েট কলেজের প্রভাষক ড. তাসনিম সাকিফ। 

এ ছাড়া ওয়েবিনারে অংশগ্রহণ করেন ড. সারা তাসনিম, রেহানা পারভিন, শামীম আহমেদ, নওয়াজিশ মুহাম্মদ আলী, জাকিয়া সুলতানা। 

আইসিটি বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক সম্ভাবনাময় কাজ করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত