Ajker Patrika

শিবালয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮: ১৪
শিবালয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম নামে পরিবার পরিকল্পনা বিভাগের এক সহকারী নিহত হয়েছেন। আজ বুধবার তিনি মানিকগঞ্জ থেকে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে মহাসড়কের ফলসাটিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শফিকুল ইসলাম (৩০) মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াখড়ি এলাকার আবুল বাশারের ছেলে। তিনি শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। 

শিবালয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শফিকুল মানিকগঞ্জের তরা এলাকা থেকে শিবালয় অফিসে আসার পথে ফলসাটিয়া সেতুর কাছে দুর্ঘটনার শিকার হন। বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

শিবালয় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত