Ajker Patrika

পাটুরিয়া ঘাটে পারাপারে যাত্রীর চাপ, যানবাহন কম

মানিকগঞ্জ প্রতিনিধি
পাটুরিয়া ঘাটে পারাপারে যাত্রীর চাপ, যানবাহন কম

ঈদের দুদিন আগে যাত্রীদের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট ফেরিঘাটে। তবে যাত্রীবাহী যানবাহনের তেমন কোনো চাপ নেই। এতে ভোগান্তি ছাড়া স্বস্তিতে ঘরে ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। 

আজ সোমবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে ২০ থেকে ২২টি ফেরি অপেক্ষা করছে। কিছুক্ষণ পরপরই যাত্রীরা আসছেন। তবে, ফেরিতে পার হওয়ার জন্য বাস, ট্রাক, মোটরসাইকেলসহ যানবাহনগুলো কম। ফলে ঈদ উৎসব উপভোগ করতে স্বস্তিতেই ঘরে ফিরছেন ঘরমুখো মানুষ। 

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে মোট ২২টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। আশানুরূপ যানবাহন না আসায় ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। আর যারা আসছে তারা অপেক্ষায় না থেকে স্বস্তিতে ফেরি পাড় হয়ে যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘এখন ঘাটে যানবাহনের চাপ না থাকলেও কাটাপথে আসা যাত্রীর চাপ আগের চেয়ে অনেকটা বেড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত