Ajker Patrika

রাজবাড়ীতে ট্রাক-অটোরিকশা-প্রাইভেট কারের ত্রিমুখী সংর্ঘষ, একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৩: ১৬
রাজবাড়ীতে ট্রাক-অটোরিকশা-প্রাইভেট কারের ত্রিমুখী সংর্ঘষ, একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। নিহতদের মধ্যে পাঁচজনই একই পরিবারের। এরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মসিরণ বেগম (৬৫), তাঁর দুই মেয়ে মইরোম (৪৫) ও  মর্জিনা বেগম(৪০), মইরোমের মেয়ে শিলা (১৮), মর্জিনার দুই ছেলে ইউসুফ (৮) ও নয়ন(৬), অটোরিকশা চালক নাসির (৩৫)। 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া থেকে একটি ট্রাক ও একটি অটোরিকশা একই মুখে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। কালুখালী ফায়ার সার্ভিসের সামনে এসে পৌঁছালে ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। একই সময়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়ামুখী একটি প্রাইভেট কারের সঙ্গে ওই ট্রাকটির ফের সংঘর্ষ হয়। 

ওসি বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। প্রাথমিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

আহত দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত