Ajker Patrika

সালাম মূর্শেদীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে করা রিটের রায় ১০ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০: ৩৮
Thumbnail image

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে গুলশান-২ নম্বরে অবস্থিত বাড়িটি দখলে রাখার অভিযোগ নিয়ে করা রিটের ওপর ১০ মার্চ রায়ের জন্য দিন রেখেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বলেছি জবাব দেব। রিটকারী সৈয়দ সায়েদুল হক সুমনের আইনজীবী অনীক আর হক নথি উপস্থাপন করে বলেছেন, ওই বাড়ি এখনো সরকারের পরিত্যক্ত সম্পত্তির তালিকায় রয়েছে। আর সালাম মূর্শেদীর আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেছেন, এই বাড়ির বিষয়ে একটি দেওয়ানি মামলা বিচারাধীন। তাই ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। পরে আদালত আগামী রোববার রায়ের জন্য দিন ধার্য করেছেন।’

রাজধানীর গুলশানে সালাম মূর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। ওই রিটের পরিপ্রেক্ষিতে তা অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। পরে গুলশানের ওই বাড়ি নিয়ে দুই রকম তথ্য দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। 

পরবর্তীকালে সরকারের দুই সংস্থার দুই ধরনের তথ্য আসায় দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। অনুসন্ধান শেষে দুদক প্রতিবেদন জমা দেয়। গত ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত