Ajker Patrika

ঢাকা অভিজাত এলাকা, ভোটারদের সাজুগুজু করে আসতে দেরি হচ্ছে: ইসি আহসান হাবীব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪: ১৮
ঢাকা অভিজাত এলাকা, ভোটারদের সাজুগুজু করে আসতে দেরি হচ্ছে: ইসি আহসান হাবীব

ঢাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকার কারণ হিসেবে ভোটারদের সাজুগুজু করাকে মনে করছেন নির্বাচন কমিশনার আহসান হাবীব। তাঁর মতে, ঢাকা অভিজাত এলাকা হওয়ায় ভোটাররা ধীরে-সুস্থে সাজুগুজু করে কেন্দ্রে আসতে সময় লাগছে। আজ রোববার সকালের দিকে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার আহসান হাবীব বলেন, ‘ঢাকা শহর একটি অভিজাত এলাকা। আজ একটু ছুটির আমেজ আছে। মানুষ ধীরেসুস্থে সেজেগুজে ভোট দিতে আসবে, একটু সময় নিয়ে ভোটকেন্দ্রে আসছে।’ তিনি আরও বলেন, ‘আপনারা একটু গ্রামগঞ্জ-মফস্বল এলাকায় খোঁজ নিয়ে দেখেন—কী পরিমাণ মানুষ ভোট দিতে আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে (ভোটকেন্দ্র) ভোটার বাড়বে।’

মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের। অবশ্যই আমি বিশ্বাস করি, ভোটাররা ভোট দিতে আসবে এবং তাদের ভোটটা নির্বিঘ্নে প্রদান করবে।’ 

নির্বাচন ঘিরে গুজবের বিষয়ে আহসান হাবীব বলেন, ‘এটা তাদের (গুজব রটানো ব্যক্তিদের) হচ্ছে চৌর্যবৃত্তিসম্পন্ন আচরণ। একধরনের গুজব রটিয়ে বিভ্রান্ত করা। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিকজ, আমাদের কাছে সবকিছু স্বচ্ছ। এসব বিষয়ে আমাদের যেসব সাইবার ইউনিট আছে যেমন—এনটিএমসি, পুলিশের সাইবার ইউনিট আছে। তারা এগুলো শনাক্ত করবে এবং ব্যবস্থা নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত