Ajker Patrika

‘রাস্তায় বাস নেই, এ কথা তো অফিস বুঝবে না’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ০০
‘রাস্তায় বাস নেই, এ কথা তো অফিস বুঝবে না’ 

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শরীফ উদ্দিন। তাঁর গন্তব্য মতিঝিল। অন্য সময়ে একটু প্রতিযোগিতা হলেও বাসে উঠতে পারেন, কিন্তু আজ ভিন্ন চিত্র। সড়কে কোনো পরিবহন নেই। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল একমাত্র ভরসা। বাস না থাকার সুযোগে তারাও ভাড়া চাইছেন কয়েক গুণ। শরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বাস বন্ধ, অফিসে যাওয়ার কোনো উপায় পাচ্ছি না। অফিস তো বুঝবে না রাস্তায় বাস নেই। সপ্তাহের প্রথম দিন অফিসে যেতেই হবে।’ 

শরিফ বলেন, বাধ্য হয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিয়েই যেতে হবে। অন্যথায় চাকরি নিয়ে সমস্যায় পড়তে হবে। কেউ আমাদেরটা দেখে না।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় টানা তৃতীয় দিনের মতো রাজধানীসহ সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে। গণপরিবহন বন্ধ থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। আর এই সুযোগে রাস্তায় চলাচল করা রিকশাসহ প্রতিটি বাহন আদায় করছে অতিরিক্ত ভাড়া। 

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজেল-কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। গত বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে, যা ওই দিন রাত ১২টা থেকে কার্যকর হয়। 

ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই পরিবহন মালিক-শ্রমিকেরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর শুক্রবার সকাল ৬টা থেকে পূর্বঘোষণা ছাড়াই রাজধানীসহ সারা দেশে শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। 

ধর্মঘটের প্রথম দুই দিন সরকারি ছুটির দিন হওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। আজ গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের জন্য বৈঠক ডেকেছে নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএ। 

গতকাল শনিবার সকালে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে মালিক সমিতির কয়েকজন নেতা বৈঠকে করেন। মন্ত্রী নেতাদের কথা শোনেন এবং আশ্বাস দেন। তবে তেলের দাম ও ভাড়া সমন্বয় না করা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার না করার নীতিগত সিদ্ধান্তে অনড় থাকেন নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত