Ajker Patrika

আ.লীগের ঝটিকা মিছিল: খুলনা বারের সাবেক সভাপতি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
এম এম মজিবর রহমান। ছবি: সংগৃহীত
এম এম মজিবর রহমান। ছবি: সংগৃহীত

খুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মজিবরের বিরুদ্ধে গত রোববার মিছিল করে দেশকে অস্থিতিশীল করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।’ তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা তিনি।

উল্লেখ্য, এম এম মজিবর রহমান খুলনা জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি এবং জেলা আইনজীবী সমিতির পরপর দুবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত