Ajker Patrika

এসব সংবাদ তথ্যসন্ত্রাস: তাকসিমের পক্ষে মানববন্ধনে ওয়াসার কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৪: ৩৫
Thumbnail image

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মিথ্যা’ দাবি করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ওয়াসা ভবনের সামনের সড়কে এই মানববন্ধন হয়।

সকাল ১০টায় শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী কর্মবিরতি দিয়ে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনের সড়কে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। ‘ঢাকা ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দে’র ব্যানারে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় তাঁরা ‘তথ্যসন্ত্রাসের প্রতিকার চাই’, ‘মিথ্যা সংবাদ মানি না’, ‘ঢাকা ওয়াসার এমডিকে নিয়ে মিথ্যা সংবাদ বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

ওয়াসা ভবনের সামনে কর্মকর্তা–কর্মচারীদের অবস্থান কর্মসূচি।মানববন্ধনে অংশ নেওয়া প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা জাবেদ হোসেন বলেন, ‘এ ধরনের সংবাদ আমাদের ব্যক্তি ও পারিবারিক জীবনে খারাপ প্রভাব ফেলে। সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হই। এসব সংবাদ তথ্যসন্ত্রাসের শামিল। আমরা এর প্রতিবাদ জানাই।’

প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে ওয়াসার কর্মকর্তা–কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা আরও বলেন, নানা সমস্যায় জর্জরিত ঢাকা ওয়াসা তাকসিম খানের নেতৃত্বে আজ স্বাবলম্বী ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর নাম জড়িয়ে কল্পিত গল্প ব্যবহার করা নীতি-নৈতিকতাবিবর্জিত। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকতে তাঁরা গণমাধ্যমকে অনুরোধ জানান।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম শহিদ উদ্দিন বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করছি। ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত