Ajker Patrika

জাপার নির্বাচনী পদ্ধতিতে পরিবর্তন চাওয়া নিয়ে যা বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫: ৩৯
জাপার নির্বাচনী পদ্ধতিতে পরিবর্তন চাওয়া নিয়ে যা বললেন সিইসি

নির্বাচনী পদ্ধতিতে পরিবর্তন আনার পক্ষে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার বেলা ১১টায় সংস্থাটির সম্মেলনকক্ষে এই সংলাপ শুরু হয়। সংলাপে জাতীয় পার্টির মহাসচিবের প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোটের প্রস্তাবের পরিপ্রক্ষিতে এ কথা বলেন সিইসি।

জাপা মহাসচিবের প্রস্তাবনার পরিপ্রক্ষিতে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘১০ বছর আগেই আপনারা প্রস্তাবটা উপস্থাপন করেছিলেন। এটা নিয়ে তো আপনাদের সরব হতে হবে। কাউকে না কাউকে একটা নেতৃত্বসুলভ ভূমিকা নিতে হবে। আপনি একটা সিস্টেমের কথা বলেছেন।’

ইসি দক্ষতা দেখালেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন না হলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানায় জাপা। জাপার এই বক্তব্যে সিইসি বলেন, ‘আপনি বলেছেন, সিস্টেম পরিবর্তন করতে হবে। বর্তমানে যে সিস্টেম, আপনি যথার্থই স্বীকার করেছেন। এই সিস্টেমে আমি যত দক্ষতা, যোগ্যতা দেখাই না কেন, সবার কাছে একেবারেই গ্রহণযোগ্য নির্বাচন উঠে আসা কঠিন।’ 

সিইসি বলেন, ‘যার কারণে আমরা একটা সিস্টেমের ওপর ডিপেন্ড করতে চাই। আজ আমাকে এত বড় চ্যালেঞ্জ চিন্তাভাবনা করতে হচ্ছে কেন? রাতের ঘুম নষ্ট করতে হচ্ছে কেন? একটা সিস্টেম প্রবর্তন করতে পারেন আপনারা। প্রপোরশনাল রিপ্রেজেশন যে সিস্টেমটা, আমি কিন্তু পুরোপুরি জানি না। এটা কি আমাদের দেশের জন্য উপযোগী নয় বা আমাদের পলিটিক্যাল সেন্টিমেন্টের সঙ্গে যায় না বা খাপ খায় না? এটা নিয়ে আপনারা গবেষণা করতে পারেন, ওয়ার্কশপ করতে পারেন।’

সিইসি আরও বলেন, ‘ভোট কারচুপি যাতে না হয়, সে জন্য একটা সিস্টেম চাইছেন, যাতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। দলগুলোর সঙ্গে নিজেরা আলোচনা করেন। তাহলে সহমত সৃষ্টি হতে পারে। সিস্টেম নির্বাচনটা করে দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত