গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের প্রতিবাদে লাশ নিয়ে মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে সদর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সরেজমিনে জানা গেছে, বিক্ষোভ মিছিলে ও অবরোধে অংশ নেন আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আজ বেলা পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চেচানিয়াকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। সড়কের ওপরে আগুন জ্বেলে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে বেলা ২টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা
মহাসড়ক অবরোধের সময় গতকাল গুলিতে নিহতের লাশ সামনে রেখে বিক্ষোভকারীরা জেলার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লুটুল ও প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর বিরুদ্ধে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এদিকে দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
গত মঙ্গলবার রাতে চা-সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সদর উপজেলার সদ্য বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লুটুল এবং পরাজিত প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওয়ছিকুর ভুঁইয়া নামের এক যুবক।
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের প্রতিবাদে লাশ নিয়ে মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে সদর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সরেজমিনে জানা গেছে, বিক্ষোভ মিছিলে ও অবরোধে অংশ নেন আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আজ বেলা পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চেচানিয়াকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। সড়কের ওপরে আগুন জ্বেলে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে বেলা ২টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা
মহাসড়ক অবরোধের সময় গতকাল গুলিতে নিহতের লাশ সামনে রেখে বিক্ষোভকারীরা জেলার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লুটুল ও প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর বিরুদ্ধে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এদিকে দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
গত মঙ্গলবার রাতে চা-সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সদর উপজেলার সদ্য বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লুটুল এবং পরাজিত প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওয়ছিকুর ভুঁইয়া নামের এক যুবক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১৭ মিনিট আগেরাজধানীর মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পায়নি ওই যুবকের পরিবার। সিফাতের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।
২২ মিনিট আগেনিহত ব্যক্তি ফাঁকা বাসায় ঘটনার রাতে ৫ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের কথা বলে আসামিদের বাসায় ডেকে আনে। কিন্তু পরে টাকা না দিয়ে মোবাইলে শারীরিক সম্পর্কের ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা চাকু দিয়ে ওই ব্যক্তিকে গলা ও ঊরুতে আঘাত করে হত্যা করেন।
২৮ মিনিট আগেহবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আ
৪২ মিনিট আগে