Ajker Patrika

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৩: ৫১
গতকাল মঙ্গলবার দুপুরে দুই ইরানিকে ছিনতাইকারী বলে লোকজন জড়ো করে মারধর করা হয়। ছবি সংগৃহীত
গতকাল মঙ্গলবার দুপুরে দুই ইরানিকে ছিনতাইকারী বলে লোকজন জড়ো করে মারধর করা হয়। ছবি সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজ বুধবার দুপুরে জানান, গতকাল দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাঁদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী আখ্যা দিয়ে ‘মব’ (লোক জড়ো) সৃষ্টি করা হয়। এ ঘটনায় আজকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নামে মামলা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। আহত ইরানের দুই নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তাঁর নাতি মো. মেহেদী (১৮)। তাঁরা বাংলাদেশে ঘুরতে এসেছেন।

পুলিশ জানায়, আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। ওই বাংলাদেশি দুই বিদেশি নাগরিককে তাঁর গাড়িতে করে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। ৯৯৯–এ কল পেয়ে পুলিশ দুই ইরানিকে উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত