Ajker Patrika

সর্বনিম্ন ২৫ হাজার টাকা বেতনের দাবি চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সর্বনিম্ন ২৫ হাজার টাকা বেতনের দাবি চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীদের

নবম জাতীয় বেতন কমিশন গঠন করে  ১ দশমিক ৫ হারে বেতন স্কেল সর্বনিম্ন ২৫ হাজার ২০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবি জানিয়েছেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়ে। বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি এই আয়োজন করে। 

সমিতির অন্যান্য দাবিগুলো হলো—৪০ শতাংশ মহার্ঘ ভাতা, ৮০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ৩ হাজার ৫০০ টাকা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা, যাতায়াত ভাতা ১ হাজার টাকা, টিফিন ভাতা ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ৫০০ টাকা নির্ধারণ। এ ছাড়া রেশন এবং পোশাকের টাকা বেতনের সঙ্গে দেওয়ার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আগের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা, পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল রাখার দাবি তোলা হয়। সুদমুক্ত গৃহ ঋণ প্রদানেরও শর্ত দেন নেতারা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. আজিম, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, মহাসচিব মো. মিজান উদ্দিন পাটওয়ারী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত