ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার রাতে মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান।
এর আগে আজ শনিবার বিকেলে মধুখালী থানায় সাংবাদিক সৌগত বসু বাদী হয়ে থানায় এজাহার জমা দেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি হিসেবে উল্লেখ করেছেন তিনি। অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরি করতে বাড়িতে ঢুকেছিল এবং হামলাকারীকে অন্ধকারে চেনা যায়নি বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন পূর্বপাড়ার বোস বাড়িতে এ ঘটনা ঘটে। এতে সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকুলী বসু (৬০) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫) আহত হন। তাঁরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের চিকিৎসক অর্ণব জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর মাথার হাড় ভেঙে গেছে।
এজাহারে সৌগত বসু উল্লেখ করেছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে অবৈধভাবে ঢোকে এক দুর্বৃত্ত। এ সময় বাড়িতে মা, বাবা ও প্রতিবেশী প্রীতি মালো অবস্থান করছিলেন। হঠাৎ প্রীতি বাড়িতে কারও উপস্থিতি টের পান। এরপর দোতলা বাড়ির নিচতলার ঘরগুলোয় খুঁজতে থাকেন।
একপর্যায়ে দোতলায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অজ্ঞাতনামা ব্যক্তি শ্যামলেন্দু বসুর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে প্রীতি ও কাকুলী বসুকেও কুপিয়ে এবং আঘাত করে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়।
ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার রাতে মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান।
এর আগে আজ শনিবার বিকেলে মধুখালী থানায় সাংবাদিক সৌগত বসু বাদী হয়ে থানায় এজাহার জমা দেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি হিসেবে উল্লেখ করেছেন তিনি। অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরি করতে বাড়িতে ঢুকেছিল এবং হামলাকারীকে অন্ধকারে চেনা যায়নি বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন পূর্বপাড়ার বোস বাড়িতে এ ঘটনা ঘটে। এতে সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকুলী বসু (৬০) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫) আহত হন। তাঁরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের চিকিৎসক অর্ণব জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর মাথার হাড় ভেঙে গেছে।
এজাহারে সৌগত বসু উল্লেখ করেছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে অবৈধভাবে ঢোকে এক দুর্বৃত্ত। এ সময় বাড়িতে মা, বাবা ও প্রতিবেশী প্রীতি মালো অবস্থান করছিলেন। হঠাৎ প্রীতি বাড়িতে কারও উপস্থিতি টের পান। এরপর দোতলা বাড়ির নিচতলার ঘরগুলোয় খুঁজতে থাকেন।
একপর্যায়ে দোতলায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অজ্ঞাতনামা ব্যক্তি শ্যামলেন্দু বসুর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে প্রীতি ও কাকুলী বসুকেও কুপিয়ে এবং আঘাত করে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়।
প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে একটি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এসব দাবি জানানো হয়।
৭ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাইদুর রহমান ওরফে বিপ্লব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার
১৪ মিনিট আগেচট্টগ্রামে নিজ কার্যালয় থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার হওয়া র্যাব কর্মকর্তা (এএসপি) পলাশ সাহার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় র্যাব-৬–এর কমান্ডিং কর্মকর্তা কমান্ডার শাহাদাত হোসেনের নেতৃত্বে লাশবাহী ফ্রিজারে করে পলাশ সাহার মরদেহ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তাড়াশীতে পৌঁছায়।
১৯ মিনিট আগেচেক প্রতারণার মামলায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন
২৪ মিনিট আগে